Gas Cylinders: রান্নার জন্য গ্যাস তো ব্যবহার করেন! কিন্তু জানেন সিলিন্ডার কেন গোলাকার

Antara Nag

Published on:

Advertisements

গ্যাস সিলিন্ডারের (Gas Cylinders) আকৃতি নিয়ে অনেকের মনে নানারকম প্রশ্ন রয়েছে। গ্যাস সিলিন্ডার দেখার পর অনেকেই ভাবেন কেন এটি বেলনাকার (Cylindrical) হয়? এলপিজি সিলিন্ডার হোক বা অক্সিজেন সিলিন্ডার (Oxygen), দুটোই বেলনাকার আকৃতির হয়। এটাকে শুধু বেলনাকার বানানোই নয়, সিলিন্ডারকে বেলানাকার বানানোর পেছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। জেনে নিন সেই সম্পর্কে বিশদে।

Advertisements

সিলিন্ডারের (Gas Cylinders) বেলনাকার আকৃতির কারণে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ হয়। আর সিলিন্ডার তৈরিতে বিশেষ খেয়াল রাখা হয়। এলপিজি একটি গন্ধহীন গ্যাস। এটি অত্যন্ত দাহ্য। এমন অবস্থায় গ্যাস লিকেজের কারণে মানুষের জীবন বিপন্ন হতে পারে। এটি প্রতিরোধ করার জন্য, সিলিন্ডারে তীব্র গন্ধযুক্ত ইথাইল মারকাপটান (ethyl Mercaptan) যোগ করা হয়, যাতে গ্যাস লিকের গন্ধ সনাক্ত করা যায়। কারোর বাড়িতে গ্যাস লিকেজ হলে সে আগে থেকেই সতর্ক হয়ে যান। বড় দুর্ঘটনা এড়ানো যায়।

Advertisements

সিলিন্ডার বেলনাকৃতি করার পেছনের আরো এক কারণ হল চাপ। যখন একটি তরল বা গ্যাস একটি পাত্রে বা ট্যাঙ্কে রাখা হয়, তখন এটি তার কোণে সর্বোচ্চ চাপ দেয়। এই অবস্থায়, যদি সিলিন্ডারটি ঘনকাকার হয়, তবে এটি অবশ্যই ৪টি কোণ থাকবে। ফলে ঘনকের দেওয়াল গুলি তুলনায় চারটি কোণে গ্যাসের চাপ অনেক বেশি পরিমাণে পড়তে থাকবে।

Advertisements

এ কারণে ভেতরে প্রচণ্ড চাপ জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি সিলিন্ডারটি বেলনাকার পরিবর্তে ঘনকাকার বা অন্য কোন আকৃতির হয়, তবে এর কোণে চাপ থাকবে। এর থেকে গ্যাস লিকেজ (Lickage) বা বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। ফলে বলা যেতে পারে যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই গ্যাসে সিলিন্ডারগুলি বেলনাকৃতি করা হয়।

আবার সিলিন্ডার বেলনাকৃতি হওয়ায় প্রয়োজন মতো গ্যাস কিংবা তরল সিলিন্ডারে প্রবেশ করানো যায়। বেলনাকৃতি হওয়ায় সিলিন্ডার বেশ পরিবহণযোগ্য (Transportable)। ফলে নিয়ে যাওয়ার সময়ে খুব বেশি সমস্যায় পড়তে হয় না কর্মীদের। তাছাড়া এর আকারের জন্য উঁচু বিল্ডিং থেকে শুরু করে গৃহস্থের বাড়িতেও সিলিন্ডার পৌঁছে দিতে বেশ সুবিধে হয়।

Advertisements