নিজস্ব প্রতিবেদন : ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে রাজ্যে উপভোক্তাদের সংখ্যা ছাড়িয়েছে দু’কোটি। আগে যা ছিল তার সঙ্গে এখন যোগ হয়েছে প্রায় ৯ লক্ষ। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে নতুন করে এই সকল উপভোক্তাদের নাম উঠে এসেছে। তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, অনেক মহিলা আবেদন করা সত্ত্বেও তারা টাকা পাচ্ছেন না। তারা কেন টাকা পাচ্ছেন না এনিয়ে তাদের মধ্যে অনেক সংশয় রয়েছে, কিন্তু টাকা না পাওয়ার পিছনে একটি বড় কারণ লুকিয়ে থাকতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের হাতে হাত খরচের জন্য নগদ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা মত পুনরায় সরকারি ফিরে আসতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মধ্য দিয়ে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা ৫০০ টাকা অথবা ১০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। কিন্তু যারা আবেদন করেও পাচ্ছেন না তাদের জন্য এই প্রতিবেদনটি সম্পর্কে জেনে রাখা অত্যন্ত জরুরী।
যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের সম্পর্কে সরকারি সূত্রে যা জানা গিয়েছে তা হল, বহু অ্যাকাউন্টে কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে। যেহেতু সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে থাকে তাই কেওয়াইসি সংক্রান্ত সমস্যা থাকলে সেই টাকা এসে পৌঁছায় না। এমনকি এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে ভালোভাবে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন।
এর পাশাপাশি এই প্রকল্পের টাকা যে দপ্তর থেকে এসে থাকে সেই দপ্তর অর্থাৎ নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর আগেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিল, যে সকল ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকবে, সেই সকল ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই ঢুকে যাবে। সুতরাং এই সকল বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট সরকারি এই প্রকল্পের টাকা নির্ঝঞ্ঝাট ভাবে পেতে হলে কি কি করতে হবে।
যদি কোন মহিলা আবেদন করা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাহলে প্রথমেই তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা প্রয়োজন এবং তার সঙ্গে যথোপযুক্ত কেওয়াইসি বা আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। যদি দেখা যায় এই সংক্রান্ত সমস্যা রয়েছে তাহলে তার তাড়াতাড়ি সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান হলেই আশা করা যায়, নির্ঝঞ্ঝাট ভাবে প্রকল্পের টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে।