Knowing these bathroom cleaning hacks will be very helpful: আমাদের বাড়ির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্থান গুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো বাথরুম। এই কারণে বাথরুম আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় নানা চেষ্টা করলেও বাথরুমের পাইপ এ জল আটকে থাকছে। তার ফলে জল না বেরিয়ে বাথরুমের মাঝেও জলে টইটম্বুর হয়ে থাকে। এ ক্ষেত্রে যদি বাথরুমের পাইপে অতিরিক্ত ময়লা জমার কারণে জল আটকে যায়, তবে আলাদা লোক ডেকে পরিষ্কার করানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তবে বাইরে থেকে মজুরি দিয়ে লোক ডেকে না এনেও কিছু ঘরোয়া পদ্ধতি (Bathroom Cleaning Hacks) অবলম্বন করে এই জল জমে থাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন ঘরোয়া সেই পাঁচটি পদ্ধতি সম্পর্কে।
১) নুন ও বেকিং সোডা
নুন আমাদের রান্নাঘরে রান্নার কাজে ব্যবহৃত একটি অপরিহার্য উপাদান। বেকিং সোডা ও আমরা রান্নার কাজে ব্যবহার করি। তবে এই দুটি উপাদান বাথরুমের পাইপে জল আটকে থাকার সমস্যাকে (Bathroom Cleaning Hacks) দূর করে দিতে সক্ষম। এর জন্য প্রথমে আধ কাপ লবণের সঙ্গে আধ কাপ বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর সেটি বাথরুমের পাইপে ঢেলে দিতে হবে। সারা রাত এই মিশ্রণটি রেখে দিয়ে পরের দিন সকালে পাইপে জল ঢেলে দিতে হবে। এই কাজটি করলেই বাথরুমের পাইপে জমা থাকা জল বেরিয়ে যাবে।
২) গরম জল
বাথরুমের পাইপে যদি অল্প ময়লা জমে থাকে সে ক্ষেত্রে গরম জল অত্যন্ত কার্যকরী হয়। এটি ড্রেনের ব্লক খুলতে সাহায্য করে। তবে গরম জল দুটি ধাপে ঢালতে হবে। প্রথমবার গরম জল ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে পাইপে জমে থাকা ময়লা গুলি নরম হয়ে বেরিয়ে যায়। এরপর আবার কিছুটা গরম জল ঢেলে দিলে পাইপ একেবারে পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন ? PNG Gas in Kolkata: মিটে যাবে গ্যাসের সমস্যা, এবার কলকাতায় এই মাসের মধ্যে আসছে পাইপ লাইন গ্যাস
৩) অ্যালকালাইন বেইজড
রাসায়নিক এই উপাদান দ্বারাও বাথরুমে জমে থাকা জল পরিষ্কার করা সম্ভব। এর মধ্যে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান। এ গুলি বাথরুমের পাইপে জল যাওয়া রাস্তায় আটকে থাকা যে কোনো কিছু নরম করে দেয়। তবে এই জিনিস গুলি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হয়। কারণ এই শক্তিশালী রাসায়নিক উপাদান গুলি ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
৪) বেকিং সোডা ও ভিনিগার
বেকিং সোডা ও ভিনিগার শুধুমাত্র রান্নাঘরের কাজেই নয়, ঘরোয়া টোটকা মাধ্যমে বাথরুমে জমে থাকা জল দূর করতেও এই দুটি উপাদান ম্যাজিক এর মত কাজ করে। প্রথমেই দুটি উপাদান মিশিয়ে তৈরি করে নিতে হবে একটি মিশ্রণ। এই মিশ্রণ তৈরি করার জন্য এক কাপ বেকিং সোডা নিতে হবে। এরপর একা পরিমাণ বেকিং সোডার সঙ্গে এক তৃতীয়াংশ কাপ ভিনিগার নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর এটি বাথরুমের পাইপের মুখে ঢেলে দিতে হবে। এটি যদি সারা রাত রেখে দেওয়া যায় তবে তা অত্যন্ত ভালো কাজ করে। তবে সারা রাত রেখে দেওয়া সম্ভব না হলে ঘণ্টা দুয়েক রেখে দিয়ে তার মধ্যে তীব্র গতিবেগের সঙ্গে জল ঢেলে দিতে হবে। এই কাজটি করে ফেলতে পারলেই ড্রেনে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে (Bathroom Cleaning Hacks) এবং জল জমে থাকার সমস্যা ও দূর হবে।
৫) টয়লেট প্লাঞ্জার
বাথরুমের জল বেরোনোর রাস্তাটি যদি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে টয়লেট প্লাঞ্জার খুব ভালো কাজ দেয়। যে জায়গাটি থেকে জল আটকে গেছে সেখানে প্রথমে টয়লেট প্লাঞ্জার বসিয়ে চাপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জল বেরিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটি চাপ দিলে ধীরে ধীরে বাথরুমে জমে থাকা সব জল পরিষ্কার হয়ে যাবে।