No country has a single news channel: ‘..যত বেশি পড়ে তত বেশি জানে..’ এই কথাটি প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সিনেমার স্বার্থে অন্য আঙ্গিকে ব্যবহার করলেও এর অন্তর্নিহিত আক্ষরিক অর্থ বিশাল। প্রকৃত অর্থে জ্ঞানী হয়ে ওঠা যথেষ্ট কষ্ট সাপেক্ষ এবং কঠিন। এর কারণ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জনের মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ হয় না। দেশ বিদেশের ইতিহাস অথবা বর্তমান সংস্কৃতির সভ্যতা সবকিছু সঠিকভাবে জানাই প্রকৃত জ্ঞানের অর্থ। আর এই জ্ঞানকে আমরা সাধারণ জ্ঞান হিসাবে উল্লেখ করে থাকি। বর্তমানে এই সাধারণ জ্ঞানকে একটি আলাদা বিষয় হিসাবে বিবেচনা করা হয় চাকরি প্রার্থীদের লিখিত ও ইন্টারভিউ এর ক্ষেত্রে (Interview questions)। এর কারণ হিসেবে মনে করা হয় সাধারণ জ্ঞান অর্জন শুধু জ্ঞানের ভান্ডার পূর্ণ করে না এর মাধ্যমে ব্যক্তির বিচার বিবেচনা বৃদ্ধি পায়।
আজকের এই প্রতিবেদনটিতে সাধারণ জ্ঞান সংক্রান্ত কিছু ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর (Interview questions) রাখা হলো আপনাদের জন্য।
১) তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উঃ যমুনা নদী (Yamuna)।
২) কার গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উঃ রাষ্ট্রপতি ।
৩) কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়?
উঃ ডলফিন।
৪) কত সালে প্রথম মহাত্মা গান্ধীর ছবি নোটে ছাপা হয়েছিল?
উঃ ১৯৬৯ সালে।
৫) কোন শহর ইলেকট্রনিক সিটি নামে পরিচিত?
উঃ ব্যাঙ্গালোর (Bangalore)।
৬) শুধুমাত্র কোন জিনিসটি বাদে A to Z তৈরি হয় টাটা কোম্পানিতে?
উঃ মাদক জাতীয় দ্রব্য (সিগারেট, অ্যালকোহল)
৭) বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর?
উঃ সুইজারল্যান্ড (Switzerland)
৮) আইনজীবীরা কেন কালো কোট পড়েন?
উঃ কালো কোটে শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসী দেখায়।
৯) সিগারেটের বাংলা কি?
উঃ ধূমপান দন্ড।
১০) ভারতে কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম?
উঃ ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য হল অরুণাচল প্রদেশ (১৭ জন প্রতি বর্গ কিমি)।
১১) ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে সবজি তৈরি করা হয়?
উঃ সিকিম।
১২) সীতা মাতা কত দিন লঙ্কায় অবস্থান করেছিলেন?
উঃ ৪৩৫ দিন।
১৩) একজন মানুষ সারা জীবনে কত GB মস্তিষ্কে সঞ্চয় করে?
উঃ প্রায় ১০ লাখ GB।
১৪) সর্বপ্রথম হীরা কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
উঃ ভারত।
১৫) কোন দেশে একটি সংবাদ চ্যানেল নেই?
উঃ গ্রীস।
এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আশা করি আপনাদের পরবর্তী ইন্টারভিউতে (Interview questions) খুব বেশি অসুবিধা হবে না।