Lagged Packing Hacks: ব্যাগ গোছানোর সহজ ৫ উপায়, বাঁচবে জায়গা, বাঁচবে খরচ

Prosun Kanti Das

Published on:

Knowing these Lagged Packing Hacks will save space and cost: স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে গেছে। তাই ছুটি কাটাতে অনেকেই বেরিয়ে পড়ছেন এদিক ওদিক। গরমের ছুটি কাটানোর জন্য বেশিরভাগ লোকের প্রথম পছন্দ পাহাড়ি এলাকা। কিন্তু পাহাড়ে যেতে গেলে জামা কাপড়ের পরিমানটা একটু বেশি হয়ে যায়। ব্যাগ গোছানো (Lagged Packing Hacks), আর বহন করা এসব নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিন্তু এই ধরণের সমস্যা যদি আপনার ভ্রমন অভিজ্ঞতাকে প্রভাবিত করে, তাহলে মোটেই ভালো লাগবে না। চলুন জেনে নেওয়া যাক ব্যাগ গোছানোর সহজ ৫ টি উপায়। এই নিয়ম মেনে চললে কম জায়গায় বেশি জিনিস ভরতে পারবেন আপনারা। বিমানবন্দরে একাধিক ব্যাগের জন্য অতিরিক্ত টাকাও দিতে হবে না।

1. ব্যাগ গোছানোর (Lagged Packing Hacks) সময়, সব সময় মনে রাখবেন ভারী জিনিস আগে ব্যাগে ভরবেন। ব্যাগের নিচের দিকে আগে ভারী জিনিসগুলি গুছিয়ে নিন। যদি ট্রলিব্যাগ ব্যবহার করে থাকেন, তাহলে ব্যাগের চাকার দিকে ভারী জিনিসগুলিকে রাখার চেষ্টা করুন।

2. কোথায় ঘুরতে যাচ্ছেন? সেখান থেকে কবে, কোথায়, কোন সাইট ট্যুরে যাওয়ার প্ল্যান রয়েছে? সবকিছু যেমন আগে থেকে পরিকল্পনা করে যান। তেমনি কোথায় কখন কি পড়বেন সেটাও যদি আগে থেকে পরিকল্পনা করে রাখেন, তাহলে ভ্রমণের মাঝে অযথা ব্যাগ ঘাটাঘাটি হবার সম্ভাবনা থাকবে না। প্রয়োজন অনুযায়ী, পোশাক গুলি পরপর সাজিয়ে রাখলে মাঝপথে ব্যাগ গোছানোর ঝামেলা এড়াতে পারবেন।

3. পোশাকগুলিকে যদি সুন্দর ভাবে ভাঁজ করতে পারেন, তাহলেও ব্যাগে অনেকটা জায়গা বাঁচবে। পোশাকগুলি রোল করে কিংবা যতটা সম্ভব ছোট ভাঁজ করে রাখতে পারেন ব্যাগের ভিতর। এতে পোশাক নষ্ট হবার ভয়ও কম থাকে। এই ধরনের পোশাক ভাঁজ করা সংক্রান্ত একাধিক ভিডিও ইউটিউবে রয়েছে।

আরও পড়ুন ? World Largest Airport: বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি হচ্ছে দুবাইয়ে! থাকবে এইসব বৈশিষ্ট্য

4. এখন বাজারে প্যাকিং কিউব (Lagged Packing Hacks) কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা সেগুলিরও ব্যবহার করতে পারেন। বিভিন্ন জিনিস আলাদা আলাদা কিউবে ভরে রাখলে, একটির সাথে অন্যটির মিশে যাওয়ার ভয় থাকে না। এছাড়া ময়লা জামা কাপড়, অন্তর বাস ইত্যাদি বহন করার জন্য অতিরিক্ত প্লাস্টিক প্যাকেট বা ওই জাতীয় ব্যাগ অবশ্যই সাথে রাখবেন।

5. মুল ব্যাগ ছাড়াও আলাদা একটি ব্যাগ (Lagged Packing Hacks) সাথে রাখুন। এই ব্যগটিকে চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা রাখার। যাতে ব্যাগটি ভাঁজ করে মূল ব্যাগের সাথে নিয়ে নিতে পারেন। কাছাকাছি কোথাও যাওয়ার জন্য মূল ব্যাগটি হোটেলে রেখে বের হতে চাইলে, এই অতিরিক্ত ব্যাগটি আপনার কাজে আসবে। তাছাড়া প্রিয়জনদের জন্য কিছু কেনাকাটা করতে চাইলে, সেটা বহন করতেও সুবিধা হবে।