নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas International Airport)। এই বিমানবন্দর এতটাই ব্যস্ত বিমানবন্দর যে, প্রতিমুহূর্তে এখানে বিমান ওঠানামা করতে দেখা যায়। প্রতিদিন হাজার হাজার যাত্রী কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে বিভিন্ন গন্তব্যে রওনা দেন আবার বিভিন্ন গন্তব্য থেকে কলকাতায় এসে পৌঁছান।
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চাহিদার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে হামেশাই কোন না কোন পরিবর্তন আনা হয় যাতে করে যাত্রীরা আরও বেশি সুবিধা পান। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য কলকাতা বিমানবন্দর থেকে রাজ্য সরকারের তরফ থেকেও রাত দিন অন্যান্য গণ পরিবহনের পরিষেবা দিয়ে থাকে। এবার এই বিমানবন্দর এমন এক ইতিহাস লিখল যা শুনলে আপনিও গর্বিত হবেন।
নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর এবার এসে গেল বিশ্বের সেরা এয়ারপোর্টগুলির তালিকায়। বিশ্বের সেরা এয়ারপোর্টের তালিকায় কলকাতা বিমানবন্দর নবম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। কলকাতা বিমানবন্দরকে এমন স্থান দেওয়া হয়েছে মূলত মিডিয়াম এয়ারপোর্ট ক্যাটাগরিতে অন টাইম পারফরম্যান্সের নিরিখে। বিভিন্ন ক্যাটাগরিতে থাকা বিশ্বের এয়ারপোর্টগুলির এমন তালিকা প্রকাশ করা হয় গত মঙ্গলবার। সেখানেই দেখা যায় তালিকায় নবম স্থানে রয়েছে কলকাতা বিমানবন্দর।
আরও পড়ুন ? অন্ডাল বিমানবন্দরের জন্য নয়া ঘোষণা রাজ্যের, মিলবে দারুণ সুবিধা
তবে এই কলকাতা বিমানবন্দর ছাড়াও বিশ্ব তালিকায় জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু বিমানবন্দরও। কর্মদক্ষতা ও সময়ানুবর্তিতার নিরিখে হায়দ্রাবাদ বিমানবন্দর রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু বিমানবন্দর। আবার এই তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে ইন্ডিগো বেসরকারি উড়ান সংস্থা। বিমানবন্দর এবং উড়ান সংস্থাগুলিকে এমন স্বীকৃতি দেওয়া হয় মূলত অন টাইম পারফরম্যান্সের ভিত্তিতে।
এক্ষেত্রে নবম স্থানে থাকা কলকাতা বিমানবন্দরের অন টাইম পারফরম্যান্স হল ৮৩.৯১ শতাংশ। এই পারফরমেন্সের তালিকায় লার্জ ক্যাটাগরিতে ৮৪.৪২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বিমানবন্দরের অন টাইম পারফরম্যান্স মার্ক হল ৮৪.০৮ শতাংশ। অন্যদিকে উড়ান সংস্থা ইন্ডিগোর পারফরম্যান্স হল ৮২.১২%।