নিজস্ব প্রতিবেদন : নিজস্ব ট্র্যাকে, নিজস্ব রুটে প্রতিদিন দেশের হাজার হাজার ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে যাচ্ছে। সাধারণ যানবাহনের ক্ষেত্রে কখনো কখনো ভুল পথে চলা অর্থাৎ পথ হারানোর ঘটনা ঘটলেও ট্রেনের ক্ষেত্রে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। ট্রেন নির্দিষ্ট সিগন্যাল মেনে চলার কারণে এমনটা না হওয়ারই কথা। তবে এমনটা না হওয়ার কথা হলেও এবার এমনই একটি ঘটনা ঘটলো ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে।
দূরপাল্লার একটি ট্রেন সম্প্রতি নিজের রুট ভুলে অন্য পথে চলতে শুরু করে। আবার অন্য পথে চলার ক্ষেত্রে চালক টেরই পাননি যে তিনি নিজের রুট ছেড়ে অন্য রুটে চলছে। যখন চালক এমন ঘটনার টের পান ততক্ষণে পেরিয়ে গেছে আধঘন্টা। অর্থাৎ যে ট্রেনটির ক্ষেত্রে এমন ঘটনাটি ঘটেছে সেই ট্রেনটি ভুল পথে আধঘন্টা যাওয়ার পর বুঝতে পারে।
এখন প্রশ্ন জাগতে পারে কোন ট্রেনের সঙ্গে এমন ঘটনা ঘটলো। যে ট্রেনটির সঙ্গে এমন ঘটনাটি ঘটেছে সেই ট্রেনটি হল ১২৩৫৭ কলকাতা-অমৃতসর দূর্গিয়ানা এক্সপ্রেস। এই ট্রেনটি মঙ্গলবার দুপুর ১২:১০ মিনিটে অমৃতসরের উদ্দেশ্যে কলকাতা স্টেশন থেকে রওনা দিয়েছিল। ট্রেনটি রওনা দেওয়ার পর ঠিকঠাকই চলছিল। ট্রেনটির অমৃতসর পৌঁছানোর কথা ছিল বুধবার বিকেল ৫:২০ মিনিটে।
আরও পড়ুন : Train Accident: একটি ভুল ট্রেন দুর্ঘটনায় মারা গেলেও দেবে না ক্ষতিপূরণ
কলকাতা স্টেশন থেকে রওনা দেওয়ার পর ট্রেনটি ঠিকঠাক চললেও ওই ট্রেনটি পথ ভুলে যায় জলন্ধর স্টেশনে পৌঁছানোর পর। জলন্ধর স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর সেটি ভুল রুটে চলতে শুরু করে। চালক কোনরকম ভাবে বুঝতেই পারেননি যে ট্রেনটি ভুল রুটে চলছে। এরপর ট্রেনটি যখন নাখোরদা জংশন পৌঁছায় তখন চালক বুঝতে পারেন তার তো এই ট্রেন নিয়ে এই স্টেশনে আসার কথা নয়। তখন হুঁশ ফিরতেই তিনি বুঝতে পারেন ভুল রুটে চলে এসেছেন।
ভুল বুঝতে পেরে চালক সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং ওই স্টেশনেই ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়। ট্রেনটিকে অমৃতসর নিয়ে যাওয়ার জন্য পুনরায় একটি ইঞ্জিন পাঠানো হয় এবং সেই ইঞ্জিন আবার ট্রেনটিকে পিছন দিকে নিয়ে গিয়ে জলন্ধর স্টেশনে ছাড়ে। সেখান থেকে আবার ট্রেনটি অমৃতসরের উদ্দেশ্যে রওনা দেয়। এসবের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে পৌঁছায় অমৃতসর। তবে এমন ঘটনার কারণ রেলের তরফ থেকে জানানো হয়নি। অন্যদিকে যদি ওই রুটে কোন ট্রেন আসতো তাহলে বড় বিপদের আশঙ্কা থেকে যেত।