নিজস্ব প্রতিবেদন : কাজের হোক অথবা ঘুরতে যাওয়া বা পড়াশোনা ইত্যাদির জন্য বিষ্ণুপুর থেকে কলকাতা অথবা কলকাতা থেকে বিষ্ণুপুর বহু মানুষকে যাতায়াত করতে হয়। কলকাতা থেকে বিষ্ণুপুর অথবা বিষ্ণুপুর থেকে কলকাতা যাতায়াতের জন্য বেশকিছু ট্রেন থাকলেও বহু যাত্রী রয়েছেন যারা বাসে (Kolkata-Bishnupur-Kolkata Bus) যাতায়াত করে থাকেন। বাসে যে সকল যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য এসে গেল এবার একটি সুখবর।
যে সকল যাত্রীরা বাসে কলকাতা থেকে বিষ্ণুপুর অথবা বিষ্ণুপুর থেকে কলকাতা যাতায়াত করে থাকেন তাদের অধিকাংশ যাত্রীদের সাধারণ বাসে যাতায়াত করতে হয়। কিন্তু এই গরমে সাধারণ বাসে যাতায়াত করতে গিয়ে রীতিমত হিমশিম খাওয়ার অবস্থা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি থেকে যাত্রীদের আরাম করে যাতায়াতের জন্য এসে গেল একটি লাক্সারি এসি বাস।
কলকাতা থেকে বিষ্ণুপুর অথবা বিষ্ণুপুর থেকে কলকাতা যাতায়াতের জন্য ওই এসি বাসটি প্রতিদিন পরিষেবা দিয়ে থাকে। আবার ওই লাক্সারি এসি বাসে যাতায়াত করার জন্য খুব যে বেশি খরচ করতে হয় যাত্রীদের তাও নয়। লাক্সারি ওই এসি বাসটিতে যাতায়াত করার জন্য যাত্রী পিছু খরচ পড়ে মাত্র ৩০০ টাকা। এছাড়াও ওই বাসটি আরামদায়কভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়সূচী মেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়।
আরও পড়ুন ? AC Bus in WB: গরমে বাসে কষ্টের দিন অতীত! এবার জুন মাসেই বড় উদ্যোগ রাজ্য সরকারের
বিষ্ণুপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে বিষ্ণুপুর যে লাক্সারি এসি বাসটি যাতায়াত করে থাকে সেই এসি বাসের পরিষেবা প্রদান করছে ফ্রেন্ডস ট্রাভেলস নামে একটি বেসরকারি বাস পরিষেবা প্রদানকারী সংস্থা। এই বাসটি প্রতিদিন সকাল ৬:২০ মিনিটে বিষ্ণুপুর থেকে ছাড়ে। অন্যদিকে কলকাতা থেকে বাসটি ফেরার পথে ছাড়ে বিকেল ৫:১০ মিনিটে। সময়সূচী এমনভাবে রাখা হয়েছে যাতে যাত্রীরা সহজেই হাতে সময় রেখে কলকাতায় পৌঁছে কাজ সেরে ফের বিষ্ণুপুর ফিরে আসতে পারেন। যাত্রাপথে বাসটি জয়পুর, কোতুলপুর, আরামবাগ, চাপাডাঙ্গা এবং ডানকুনি হয়ে কলকাতা ও বিষ্ণুপুরের মধ্যে যাতায়াত করে।
ফ্রেন্ডস ট্রাভেলস-এর এই বাসের টিকিট যাত্রীরা চাইলে আগাম বুকিং করে রাখতে পারেন। বিষ্ণুপুর থেকে বুকিং করার জন্য ফোন করতে হবে 9332456781 নম্বরে এবং কলকাতা থেকে বুকিং করার জন্য ফোন করতে হবে 9332456782 নম্বরে।