Kolkata Bus: ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে জোরকদমে। তবে টানা দেড়মাস নয় মাত্র আটদিন বন্ধ থাকবে এই মেট্রো পরিষেবা। মেট্রো লাইনে সিগন্যালিং আধুনিকীকরণের কাজ করা হবে। সূত্র মারফত জানা গেছে যে বইমেলা শেষ হলে তবেই শুরু হবে এই কাজ। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফেব্রুয়ারি মাসের ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দুই ধাপে আটদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ রাখা হবে।
এছাড়াও যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় তার জন্য সপ্তাহশেষে শনি ও রবিবারগুলোকে এই কাজের জন্য বেছে নেওয়া হচ্ছে। টানা দেড় মাস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো বন্ধের আবেদন করা হয়েছিল কেএমআরসিএলের তরফে সিগন্যালিং সিস্টেমের আধুনীকিকরণের জন্য। কিন্তু যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হয় তাহলে সমস্যা হতে পারে নিত্যযাত্রীদের। যাত্রীদের সমস্যার হাত থেকে বাঁচাতে আগামী মাসে মাত্র আট দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। আর তাই ধাপে ধাপে এই কাজ করার কথা ভাবা হয়েছে।
নিত্যযাত্রীদের যাদের যাতায়াত করতে কোন সমস্যা না হয় তার জন্য বিকল্প হিসাবে রাস্তায় বাস, ভেসেলর ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। এবিষয়ে বুধবার পরিবহণ ভবনে দপ্তরের সচিব সৌমিত্র মোহন বাস-ট্যাক্সিমালিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। যেকদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সেইকদিন রাস্তায় গাড়ির সংখ্যা বাড়াতে হবে এমনটাই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে আটদিন বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, সেই দিনগুলোতে যাত্রীদের জন্য রাস্তায় থাকবে বাড়তি বাস (Kolkata Bus)। কেএমআরসিএলের তরফে মেট্রোকে জানানো হয়েছিল, হাওড়া থেকে সেক্টর ফাইভ সিগন্যালিংয়ের আধুনিকিকরণের কাজ হবে। অভিন্ন সিগন্যালিং ব্যবস্থা চালু হবে। পাশাপাশি হবে কমিউনিকেশন বেসড সিগন্যালিং সিস্টেমের (সিবিটিসি) কাজ।
আরও পড়ুন: নতুনরূপে সেজে উঠছে কলকাতা মেট্রো, MR-504 এবং MR-512 ‘ডালিয়ান রেক’ ঢুকল নোয়াপাড়ায়
তাই ৮ই ফেব্রুয়ারি থেকে ২৩শে মার্চ, টানা দেড়মাস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হতে পারে। নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে এরফলে। যাত্রীদের কথা ভেবে টানা দেড়মাস বন্ধ রাখা হচ্ছে না ইস্ট ওয়েস্ট মেট্রো। ফেব্রুয়ারি মাসে মোট আটদিন বন্ধ থাকবে এবং পরে সপ্তাহের শনি রবিবারগুলো পরিষেবা বন্ধ রেখে তারপরে এই কাজ এগোনো হবে। সাধারণ মানুষের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই কথা সবার আগে ভাবা হচ্ছে। রাজ্য সরকার সেই জন্যই বাড়তি পরিবহনের ব্যবস্থা করেছে।
বহু বেসরকারি বাস (Kolkata Bus) মেট্রো চালু হওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাতে কোনোরকম সমস্যা না হয় যাত্রীদের তার জন্যই বেসরকারি বাসমালিকরা বাড়তি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে তো আর বাস নামবে না। কিন্তু ট্রিপ বাড়ানো হবে। তবে সূত্রের খবর, মার্চ মাসে টানা একমাস বন্ধ রাখতে হতে পারে মেট্রো।