Digha Helicopter Service Fare: দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হলে ভাড়া কত হবে, রইল চার্ট

Shyamali Das

Published on:

Advertisements

পূর্ব মেদিনীপুর : কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতা নতুন করে হেলিকপ্টার পরিষেবা (Digha Helicopter Service) চালু হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমন জল্পনা শুরু হওয়ার পিছনে রয়েছে বিভিন্ন মহলের দাবি। এছাড়াও স্থানীয় কিছু জনপ্রতিনিধিরাও যা দাবি করছেন তাতে দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হওয়াটা এমন কিছু অসাধ্য সাধন নয়। আর এই জল্পনা ছড়াতেই সাধারণ পর্যটকদের মধ্যে প্রশ্ন, দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু হলে ভাড়া (Digha Helicopter Service Fare) কত পড়বে?

Advertisements

দীঘায় হেলিকপ্টার পরিষেবা এই প্রথম চালু হওয়ার জল্পনা ছড়ালো এমন নয়। বরং এর বাস্তব রূপ আগেই দেখেছেন পূর্ব মেদিনীপুরের মানুষেরা। কেননা আগেও দীঘায় হেলিকপ্টার পরিষেবা চালু ছিল। যে হেলিকপ্টার পরিষেবা চলতো কলকাতার বেহালার ফ্লাইং ক্লাবের উদ্যোগে। কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতা পরিষেবা দেওয়া হতো।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে ওই হেলিকপ্টার পরিষেবার চালু করেছিলেন। পরিষেবা চালু হওয়ার পর প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার পরিষেবা দেওয়া হত। তবে করোনাকালে এমন পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়। যদিও কলকাতা ও দিঘার মধ্যে হেলিকপ্টার পরিষেবা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

Advertisements

আরও পড়ুন : New Jawa 42 FJ: চলে এলো রয়াল এনফিল্ডের বিকল্প, ৯৪২ টাকায় পেয়ে যান দুর্দান্ত বাইক

স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করছেন, অনেকেরই শখ রয়েছে হেলিকপ্টারে চড়ার। কিন্তু সবার পক্ষে দূরের রাস্তা হেলিকপ্টারের চড়ে যাওয়া সম্ভব হয়না খরচের কারণে। এক্ষেত্রে অল্প দূরত্বের রাস্তায় এমন পরিষেবা পেলে অনেকেই নিজেদের সখ ও স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন। এছাড়াও দীঘার মতো পর্যটন কেন্দ্রের গুরুত্ব আরও কয়েকগুন বেড়ে যাবে হেলিকপ্টার পরিষেবা চালু হল। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতেই এমন পরিষেবা চালু হওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা।

২০১৬ সালে কলকাতা ও দীঘা এবং দীঘা ও কলকাতার মধ্যে যে হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছিল, সেই হেলিকপ্টার পরিষেবার জন্য যাত্রীদের মাথাপিছু খরচ করতে হতো ২০০০ টাকা। এক্ষেত্রে যদি কোন যাত্রী হেলিকপ্টারে কলকাতা থেকে দীঘা এবং দীঘা থেকে কলকাতা আমি যাতায়াত করতেন তাহলে তার মোট খরচ দাঁড়াতে ৪০০০ টাকা। অনুমান করা হচ্ছে এবারও যদি এমন পরিষেবা চালু হয় তাহলে খরচ ওই রকমই রাখা হতে পারে। বর্তমান বাজার মূল্যের দিকে তাকিয়ে হয়তো কিছুটা হলেও খরচ বৃদ্ধি করা হতে পারে। তবে জনপ্রিয়তা বাড়ানোর কথা মাথায় রেখে প্রথম দিকেই হয়তো টিকিটের দাম বৃদ্ধির পথে হাঁটবেনা সংস্থা।

Advertisements