Supercomputer: কলকাতা পেল সুপার কম্পিউটার, সাহায্য করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। পুজোর আগেই কলকাতা বাসীর জন্য রয়েছে আরও একটি সুখবর। সম্প্রতি একটি সুপার কম্পিউটার (Supercomputer) পেয়েছে কলকাতা। এই সুপার কম্পিউটারটির নাম পরম রুদ্র সুপার কম্পিউটার। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজস্ব উদ্যোগে এই সুপার কম্পিউটারের ব্যবস্থা করেছেন। দুদিন আগে অর্থাৎ ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ এ এই সুপার কম্পিউটারের উন্মোচন করা হয়েছে।
তবে সুপার কম্পিউটার (Supercomputer) কিন্তু একটা নয়, রয়েছে তিনটে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি দিল্লি এবং পুনেকেও দেওয়া হয়েছে এই সুপার কম্পিউটার। কেন্দ্রের পক্ষ থেকে চালু করা হয়েছে জাতীয় সুপার কম্পিউটিং মিশন। সেই প্রকল্পের আওতায় ১৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এই টাকা খরচ করেই বানানো হয়েছে তিনটি সুপার কম্পিউটার। যা পাঠানো হয়েছে কলকাতা, দিল্লি এবং পুনেতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বয়ং এ সুপার কম্পিউটারগুলি উন্মোচন করেছেন। তিনটি শহরেরই অত্যাধুনিক গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই সুপার কম্পিউটারগুলি।
কলকাতায় সুপার কম্পিউটারটি (Supercomputer) ব্যবহার করা হবে এসএন বোস সেন্টারে। সেখানে পদার্থবিদ্যা, সৃষ্টিতত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করতে সহযোগিতা করবে এই কম্পিউটার। এ ছাড়া দিল্লিতে ইন্টার ইউনিভার্সিটি এক্সিলেটারের পক্ষ থেকে এই কম্পিউটারের সাহায্যে একাধিক উন্নত গবেষণায় সফলতা অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।পুনের দা জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপে ব্যবহার করা হবে এই সুপার কম্পিউটার। ২৬ তারিখে সুপার কম্পিউটারগুলি লঞ্চ করার সময় প্রধানমন্ত্রীর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের দিক থেকে ভারতের জন্য এটি অবশ্যই একটি স্মরণীয় দিন।
আরো পড়ুন: ভারতের প্রথম সুপার কম্পিউটার কে তৈরি করেছিলেন, জানেন সেই ইতিহাস
সুপার কম্পিউটারটি (Supercomputer) তৈরি করেছে ভারতীয় বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা। বর্তমানে ভারত বিজ্ঞান, প্রযুক্তি এই ধরনের বিষয়গুলির উপর সব থেকে বেশি জোর দিচ্ছে। আর সেই পরিস্থিতিতে এই সুপার কম্পিউটারটি অবশ্যই সফলতার দিক নির্দেশ করছে। এই কম্পিউটারগুলি উন্মোচনের দিন প্রধানমন্ত্রী আরও বলেছেন দেশের যুব সমাজ বিজ্ঞান বা প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এই সাফল্য তিনি ভারতের যুব সমাজের নামেই উৎসর্গ করেছেন। এছাড়াও সমগ্র ভারতবাসীর কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ তার মতে, সমগ্র ভারতীয়দের সহযোগিতা ছাড়া তিনটি শহরে এই সুপার কম্পিউটার একসাথে ব্যবহার করা সম্ভব হতো না।
পরম রুদ্র সুপার কম্পিউটারটিতে (Supercomputer) অত্যাধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ব্যবহার করা হয়েছে। হাই স্পিড কম্পিটিশন এবং স্টিমুলেশনের ব্যবস্থা রয়েছে এই কম্পিউটারগুলিতে। জলবায়ুর মডেল তৈরি করা, আবহাওয়ার পূর্বভাস দেওয়া, রাসায়নিক গবেষণা, পদার্থ বিজ্ঞান, এআই প্রায় সব ক্ষেত্রেই কাজ করবে এই কম্পিউটারগুলি। গবেষকদের বিভিন্ন জটিল সমস্যা সমাধানের সহযোগিতা করবে এই যন্ত্র। এই কম্পিউটারটির সাহায্যে দেশের কম্পিউটিং পরিকাঠামোকে আরো মজবুত করে তোলাই কেন্দ্রের লক্ষ্য।