Kolkata Howrah Road Tunnel: রাজ্যের পরিবহন ব্যবস্থায় আমল পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো। সাধারণ মানুষের যাতায়াতকে আরো বেশি সহজতর করে তুলেছে এই পরিবহন ব্যবস্থা। গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে কলকাতা ও হাওড়াকে জুড়েছে মেট্রোরেল। কেন্দ্রীয় সরকার সম্প্রতি পরিকল্পনা করছে যে সুড়ঙ্গপথে এবার থেকে চলবে গাড়ি। হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলী সেতুর ওপর থেকে চাপ কমানোর জন্য গঙ্গার নিচ দিয়ে চলবে এবার গাড়ি। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর সম্প্রতি এই কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে সার্ভের কাজ শেষ করে ফেলেছে জলপথ, জাহাজ ও বন্দর মন্ত্রক।
এই প্রকল্পের মধ্যে তৈরি হবে মোট ১৫ কিলোমিটার রাস্তা, যার মধ্যে ৮ কিলোমিটার গঙ্গার নিচের সুড়ঙ্গপথ (Kolkata Howrah Road Tunnel)। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে মোট ১১ হাজার কোটি টাকা। গঙ্গার নিচ দিয়ে খোঁড়া হবে সুড়ঙ্গ এবং যার ফলে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলী সেতুর যানবাহনের চাপ অনেকটা কমে যাবে। এর মধ্যেই লোকসভায় জানানো হয়ে গেছে এই প্রকল্পের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার বিষয়ে। জাহাজ, জলপথ ও বন্দর মন্ত্রক যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে।
আরো পড়ুন: শিয়ালদা-এসপ্ল্যানেডে মেট্রো চলবে খুব শীঘ্রই, কোন চালে হলো বাজিমাত
প্রকল্পটি যাতে দ্রুত বাস্তবের রূপ পায়, তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকে। রাজ্যবাসীর জন্য এটি একটি বাড়তি পাওনা হতে চলেছে। যানজট এড়িয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রীর তত্ত্বাবধানে খুব শীঘ্রই হয়তো কাজটি শুরু হয়ে যাবে।
আরো পড়ুন: বাংলার ভাগ্য খুলছে বুলেট ট্রেন তৈরি সংস্থার হাতেই, কি বলছে রিপোর্ট
সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতার দক্ষিণ প্রান্তের মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার প্রস্তাবিত সুড়ঙ্গ (Kolkata Howrah Road Tunnel) তৈরি হবে। এই সুড়ঙ্গপথ নির্মাণের আসল উদ্দেশ্য মালবাহী ট্রাক যাতায়াত করানো। বন্দর এলাকার ট্রাক হাওড়া হয়ে বিভিন্ন জাতীয় সড়ক ধরে রাজ্যের অন্যত্র যেতে পারবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ ২০২২ সালে এই পরিকল্পনা করেছিল। বন্দর এলাকায় আদৌ গঙ্গার নিচে দিয়ে সুড়ঙ্গপথে ট্রাক চালানো যাবে কিনা তাই নিয়ে এতদিন পরীক্ষা-নিরীক্ষা চলছিল।
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, ইতিমধ্যেই এই বিষয়ে ছাড়পত্র পেয়ে গেছে রাজ্য। কেন্দ্রীয় সরকারের কাছে সার্ভের রিপোর্ট পর্যন্ত জমা পড়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রাজ্যবাসী পেতে চলেছে এক অভিনব উপহার (Kolkata Howrah Road Tunnel)। দ্রুত এই কাজ শেষ হলে সুবিধা হবে যাতায়াত ব্যবস্থার।