Jammu Tawi Summer Special Train: গরমের ছুটিতে সহজেই যাওয়া যাবে কাশ্মীর, কলকাতা থেকে স্পেশাল ট্রেন দিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছরই রাজ্যের বাসিন্দারা গরমের ছুটি চেয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। তবে গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা একটাই, শীতপ্রবণ এলাকা ছাড়া ঘুরতে যাওয়া সম্ভব হয়না বা ঘুরতে যাওয়ার মজা থাকেনা। যে কারণেই অধিকাংশ পর্যটকরা বৃষ্টির সময় উত্তরবঙ্গ থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের মতো পাহাড়-পর্বত এলাকা বেছে নেন।

Advertisements

গ্রীষ্মে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ হোক অথবা জম্মু-কাশ্মীর, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলেও বহু পর্যটকদের সেই ঘুরতে যাওয়ার প্ল্যান ভেস্তে যায় মূলত সঠিক সময়ে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে। দীর্ঘদিন ধরে অনেকেই রয়েছেন যারা কাশ্মীরের ট্রেনের টিকিট কেটেও এখনো কনফার্ম করতে পারেননি। স্বাভাবিকভাবেই তাদের প্ল্যান বাতিল করতে হচ্ছে। তবে এই পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের (Indian Railways) তরফ থেকে এবার একটি স্পেশাল ট্রেনের (Jammu Tawi Summer Special Train) ঘোষণা করা হলো।

Advertisements

০৪৬৮২ এবং ০৪৬৮১ জম্মু তাওয়াই-কলকাতা-জম্মু তাওয়াই একজোড়া গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল। যে ট্রেনটির রওনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে জুন মাসের ২৫ তারিখ পর্যন্ত। ট্রেনটি কলকাতা থেকে যাতায়াত করলেও আসানসোল, দুর্গাপুর, বর্ধমানের মত স্টেশন থেকেও যাত্রীরা চড়তে পারবেন। এই ট্রেনের ফলে এবার সহজেই বাংলার বাসিন্দারা যেতে পারবেন জম্মু-কাশ্মীর।

Advertisements

আরও পড়ুন ? School Summer Vacation: এগিয়ে এলো গরমের ছুটি, বিজ্ঞপ্তি জারি করে দিল শিক্ষা দপ্তর, কবে ফের খুলবে স্কুল!

০৪৬৮১ ট্রেনটি কলকাতা থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় হল রাত ১১:৪০। কলকাতা স্টেশন থেকে রওনা দেওয়ার পর ট্রেনটি শনিবার দুপুর ১২:৩০ মিনিটে জম্মু তাওয়াই স্টেশন পৌঁছাবে। অন্যদিকে ০৪৬৮২ ট্রেনটি প্রতি সপ্তাহের মঙ্গলবার রাত ১১:২০ মিনিটে জম্মু তাওয়াই স্টেশন থেকে রওনা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুর ১টার সময় কলকাতা স্টেশন পৌঁছাবে।

যাত্রাপথে এই ট্রেন দুটি কলকাতা ও জম্মু তাওয়াই প্রান্তিক স্টেশন ছাড়াও যে সকল স্টেশনের স্টপেজ দেবে সেগুলি হল পাঠানকোট ক্যান্ট, জলন্ধর ক্যান্ট, ঢণ্ডারী কলাং, আম্বালা ক্যান্ট, যমুনানগর জগাধরী, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলি, শাহাজাহানপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জং, গয়া, কোডার্মা, ধানবাদ জং., দুর্গাপুর এবং বর্ধমান।

Advertisements