Kolkata Metro: তিলোত্তমানগরীর পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে কলকাতা মেট্রো। এই যুগান্তকারী বিপ্লবের ফলে সাধারণ মানুষের সুবিধা হয়েছে যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু যতই দিন এগোচ্ছে কলকাতা মেট্রো তাদের পরিষেবায় একের পর এক পরিবর্তন আনছে। যাতে সবথেকে বেশি সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এবারেও তার কোনরকম পরিবর্তন হয়নি। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের একটি সিদ্ধান্তের ফলে মাথায় হাত পড়েছে আমজনতার। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই কি সেই সিদ্ধান্ত।
গত ২৩শে ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে সমস্ত ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ পরিষেবাগুলি দমদমের পরিবর্তে দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রায়াল ভিত্তিতে শুরু হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে যেভাবে মেট্রো চলছে তাতে দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনগুলির মধ্যে ব্লু লাইন পরিষেবাগুলি তাদের প্রস্থান এবং সমাপ্তির জন্য বিকল্প। তবে মেট্রোর এই নয়া সিদ্ধান্তে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। দমদমের পরিবর্তে এখন দক্ষিণেশ্বরে শুরু হবে বা শেষ হবে, মেট্রোর (Kolkata Metro) পরিষেবা সারাদিনে ৭ মিনিট অন্তর পাবে সাধারণ মানুষ।
সন্ধ্যায় কবি সুভাষ থেকে বেশ কয়েকটি ট্রেন এখনো যাবে দমদম পর্যন্ত। তবে নতুন যে সময়সূচি তৈরি হয়েছে সেটা অনুযায়ী সোম থেকে শনিবার প্রথম ট্রেনগুলি (Kolkata Metro) কবি সুভাষ থেকে সকাল ৬:৫০ টায় এবং দক্ষিণেশ্বর থেকে ৬:৫৫ টায় ছাড়বে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত শুরু হতে চলেছে নতুন একটি পরিষেবা সকাল ৬:৫০ টায়। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে সকাল ৬:৫৫ মিনিটে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম পরিষেবা যথারীতি চলবে৷
আরও পড়ুন:Eastern Railway: বছরের প্রথম থেকেই বদল আসছে পূর্ব রেলের সময়সূচিতে, জানুন বিস্তারিত
শেষ যেই পরিষেবা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে তাতে সামঞ্জস্য আনা হবে। ট্রেনটি আগের রাত ৯:২৮-এর পরিবর্তে এখন ৯:৩৩ টায় ছাড়বে৷ আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ ট্রেনগুলি (Kolkata Metro) যথাক্রমে ৯:৩০ এবং ৯:৪০ টায় ছাড়বে। বেশি রাতের পরিষেবাগুলো ব্লু লাইনে আগের মতই অব্যাহত থাকবে। সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার রাত ১০:৪০ টায় কবি সুভাষ এবং দমদম থেকে যথারীতি ট্রেন চলাচল করবে।
সিদ্ধান্ত অনুযায়ী রবিবার পর্যন্ত ট্রায়ালটিকে প্রসারিত করা হবে এবং যে ট্রেনগুলো দমদম থেকে শুরু এবং শেষ হয় তা পরিবর্তন হয়ে দক্ষিণেশ্বর থেকে হবে। এছাড়াও আরো নতুন দুটো পরিষেবা শুরু হতে চলেছে। সকাল ৯টায় নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেনগুলিও রবিবার সকাল ৯টায় ছাড়বে। সপ্তাহের বাকি দিনগুলোর মত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ পরিষেবা রাত ৯:৩৩ টায় ছাড়বে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ ট্রেনগুলি চলবে যথারীতি ৯:২৭ এবং ৯:৪০ টায়।