বেড়ে গেলো Metro ভাড়া, সামনে এলো ফেয়ার চার্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের ৫ই ডিসেম্বর থেকে বাড়লো কলকাতায় মেট্রো রেলের ভাড়া।তবে ভাড়া বাড়া নিয়ে যাত্রীদের মধ্যে যেন কোন রকম বিভ্রান্তি না হয় সে জন্য মেট্রো রেলের তরফ থেকে প্রতিটি স্টেশনে বর্ধিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। মেট্রোর ভাড়া বাড়ানোর বিজ্ঞপ্তি মেট্রো রেলের তরফ থেকে গত নভেম্বর মাসেই দেওয়া হয়েছিল। সেই মতো আজ থেকে তা কার্যকরী হলো।

Advertisements

নোয়াপাড়া স্টেশন থেকে দমদম, বেলগাছিয়া ১০ টাকা। নোয়াপাড়া স্টেশন থেকে শ্যামবাজার, শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল ১৫ টাকা। নোয়াপাড়া স্টেশন থেকে চাঁদনী চক, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার ২০ টাকা। নোয়াপাড়া স্টেশন থেকে নেতাজি, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ ২৫ টাকা।

Advertisements

চাঁদনি চক স্টেশন থেকে নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া ১৫ টাকা। চাঁদনি চক স্টেশন থেকে শ্যামবাজার, শোভাবাজার সুতানুটি ১০ টাকা। চাঁদনি চক স্টেশন থেকে সেন্ট্রাল, এসপ্ল্যানেড ৫ টাকা। চাঁদনি চক স্টেশন থেকে পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ১০ টাকা। চাঁদনি চক স্টেশন থেকে যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার ১৫ টাকা। চাঁদনি চক স্টেশন থেকে নেতাজি, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ ২০ টাকা।

Advertisements

সেন্ট্রাল স্টেশন থেকে নোয়াপাড়া, দমদম, বেলগাছিয়া ১৫ টাকা। সেন্ট্রাল স্টেশন থেকে শ্যামবাজার, শোভাবাজার সুতানুটি ১০ টাকা। সেন্ট্রাল স্টেশন থেকে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, চাঁদনী চক, এসপ্ল্যানেড ৫ টাকা। সেন্ট্রাল স্টেশন থেকে পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ১০ টাকা। সেন্ট্রাল স্টেশন থেকে যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার ১৫ টাকা। সেন্ট্রাল স্টেশন থেকে নেতাজি, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ ২০ টাকা।

এসপ্লানেড স্টেশন থেকে নোয়াপাড়া, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ ২০ টাকা। এসপ্লানেড স্টেশন থেকে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি ১৫ টাকা। এসপ্লানেড স্টেশন থেকে শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক ১০ টাকা। এসপ্লানেড স্টেশন থেকে সেন্ট্রাল, চাঁদনী চক, পার্কস্ট্রিট, ময়দান ৫ টাকা।

পার্কস্ট্রিট স্টেশন থেকে নোয়াপাড়া, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ ২০ টাকা। পার্কস্ট্রিট স্টেশন থেকে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি ১৫ টাকা। পার্কস্ট্রিট স্টেশন থেকে শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, কালীঘাট ১০ টাকা। পার্কস্ট্রিট স্টেশন থেকে চাঁদনী চক, এসপ্ল্যানেড, ময়দান, রবীন্দ্র সদন ৫ টাকা।

নতুন ভাড়া ৫, ১০, ১৫, ২০ এবং ২৫ টাকা। ভাড়া বাড়লেও নুন্যতম ও সর্বোচ্চ ভাড়ায় কোনো পরিবর্তন করা হয়নি। আগের মতই মেট্রোর সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া থাকছে ২৫ টাকা। তবে একাধিক দূরত্বে ভাড়ার এদিক-ওদিক করা হয়েছে। আসলে দূরত্ব কমিয়ে যাত্রীদের মাশুল বাড়িয়েছে মেট্রোরেল।

আগে যেখানে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া দিতে হতো ৫ টাকা, সেখানে এখন গ্রাহকদের ৫ টাকা ভাড়া দিতে হবে ২ সর্বোচ্চ কিলোমিটারে। ২ কিলোমিটারের বেশি হলেই ভাড়া পড়বে ১০ টাকা। আগে ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া দিতে হতো ১০ টাকা, এখন তা হল ১৫ টাকা। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত বর্তমানে ভাড়া পড়বে ২০ টাকা, যা আগে ছিল ১৫ টাকা। ২০ কিলোমিটারের উর্দ্ধে ভাড়া পড়বে ২৫ টাকা।

Advertisements