কলকাতা: দূরপাল্লার ট্রেন হোক অথবা লোকাল ট্রেন, লাইনে না দাঁড়িয়ে যেকোন ধরনের ট্রেনের অনলাইন টিকিট বুকিং করার জন্য রেলের তরফ থেকে দীর্ঘদিন আগেই অ্যাপ আনা হয়েছে। তবে এই ধরনের ব্যবস্থা এযাবৎ কলকাতা মেট্রো পরিষেবার ক্ষেত্রে ছিল না। এবার কলকাতা মেট্রোর ক্ষেত্রেও নতুন অ্যাপ চালু হলো। যে অ্যাপের মাধ্যমে লাইনে না দাঁড়িয়ে বাড়ি হোক অথবা রাস্তাঘাট যে কোন জায়গা থেকেই কলকাতা মেট্রোর যে কোন রুটের অনলাইন টিকিট বুকিং (Metro Online Ticket) করা যাবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সম্প্রতি একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে নতুন এই অ্যাপের বিষয়ে জানিয়েছেন। নতুন এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে শুরু করে অন্যান্য যে সকল অ্যাপ স্টোর রয়েছে সবেতেই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। নতুন এই অ্যাপের ফলে আর লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না এবং লাইনে দাঁড়ানোর কষ্টও ভোগ করতে হবে না। রাস্তাঘাটে যাতায়াতের সময় থেকে শুরু করে বাড়িতে বসে থাকা অবস্থাতেও ধীরস্থির ভাবে মেট্রোর টিকিট বুক করা যাবে।
দুর্গাপুজোর আগে কলকাতা মেট্রোর তরফ থেকে নতুন এই যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে তার নাম হলো কলকাতা মেট্রো রাইড। এই অ্যাপটি নিজেদের ফোনে ইন্সটল করে নেওয়ার পর স্টেশনে পৌঁছানোর আগেই দিব্যি অনলাইনে টিকিট বুকিং করে নিতে পারবেন যাত্রীরা। নিজের টিকিট বুকিং করা ছাড়াও নিজের আত্মীয় বা বন্ধুদের জন্য এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করে দেওয়া যাবে।
এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করার জন্য প্রথমেই অ্যাপটি গুগল প্লে স্টোর অথবা অন্য কোন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর নিজের নামে একটি অ্যাকাউন্ট করতে হবে। মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করার পর যাত্রীরা সহজেই টিকিট বুকিং করতে পারবেন। এই অ্যাপের মধ্যে ট্রেনের মেট্রোর বুকিং করার পাশাপাশি কোন রুটে কখন মেট্রো রয়েছে তাও জানা যাবে।
অ্যাপটির মাধ্যমে কিউআর কোড টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে যেকোনো ধরনের অনুসন্ধান করা যাবে। অ্যাপটির মাধ্যমে যে টিকিট বুক করা হবে সেই টিকিটের বৈধতা থাকবে ২৪ ঘন্টা। সুতরাং কোন যাত্রী চাইলে ২৪ ঘন্টার সময়ের হিসেব করে যেকোনো সময় মেট্রোর টিকিট বুক করে রাখতে পারবেন।