নিজস্ব প্রতিবেদন : বেকার যুবক-যুবতীদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন হল চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানো। তবে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া ভগবানের দর্শন পাওয়ার মতোই। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই চাকরির আকাল তৈরি হচ্ছে চারদিকে। তবে এমন পরিস্থিতিতেই এবার কলকাতা মেট্রো (Kolkata Metro Job) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। কলকাতা মেট্রো তরফ থেকে যে নিয়োগ করা হবে তাতে মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের সামনে চাকরির বড় সুযোগ রয়েছে।
দেশের সবচেয়ে পুরাতন মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোয় ১২৯ টি শূণ্য পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্থা কলকাতা মেট্রো রেল। ইতিমধ্যেই এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চাকরিপ্রার্থীদের হাতে ৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। সুতরাং আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই সকল শূন্য পদে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে।
বিজ্ঞপ্তি থেকে যা জানা যাচ্ছে তাতে ১২৯টি শূন্য পদের মধ্যে ফিটার কর্মী হিসেবে নিয়োগ করা হবে ৮৩ জনকে। ২৮ জনকে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পদে। মেকানিস্ট হিসাবে নিয়োগ করা হবে ৯ জনকে। বাকি আরও ৯ জনকে নিয়োগ করা হবে ওয়েল্ডার হিসাবে। প্রতিটি পদের জন্য মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা আবেদন করবেন তাদের মাধ্যমিক অথবা সমতুল্য সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
আরও পড়ুন ? মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ! ৩ হাজারের বেশি নিয়োগ করতে চলেছে রেল, রইল আবেদন পদ্ধতি
এই সকল শূন্য পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল্য কোন পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকার পাশাপাশি আবশ্যিকভাবে থাকতে হবে আইটিআই সার্টিফিকেট। সুতরাং এই সকল যোগ্যতা যাদের রয়েছে তারা আর দেরি না করে কলকাতা মেট্রোর এই ১২৯টি শূন্য পদে তড়িঘড়ি আবেদন করতে হবে।
যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের আবেদন ফি হিসেবে পোস্টাল অর্ডারের মাধ্যমে ১০০ টাকা জমা দিতে হবে। মুখবন্ধ খামে প্রয়োজনীয় সমস্ত নথি সহ আবেদনপত্র চিফ পার্সোনেল অফিসার, মেট্রো রেল ভবন, ৩৩/১, জওহরলাল নেহরু রোড, কলকাতা-৭০০৭১ ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্ধারিত দিনের মধ্যে।