কলকাতা মেট্রো চালু হল নতুন অত্যাধুনিক রেক, মিলবে অবিশ্বাস্য এই সকল পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত রেল পরিষেবায় বদল আনার চেষ্টা চালাচ্ছে। সেই রকমই বিভিন্ন ক্ষেত্রে বদল আনার চেষ্টা চালানো হচ্ছে মেট্রো রেলের (Metro Rail) ক্ষেত্রেও। এই সকল প্রচেষ্টার মধ্যে এবার কলকাতার মেট্রোরেলে যুক্ত হল অত্যাধুনিক একটি রেকের। যাতে পাওয়া যাবে অবিশ্বাস্য সব অত্যাধুনিক পরিষেবা।

Advertisements

চার বছর আগে ২০১৯ সালে চীন থেকে অত্যাধুনিক ডালিয়ান রেকটি আনা হয়েছিল কলকাতায়। কিন্তু করোনা অতিমারি সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে সেই রেক চালু করা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর শুক্রবার বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করলো চীনা রেকটি। বৈকাল সাড়ে পাঁচটার সময় রেকটি দমদমে আসার পর বাণিজ্যিকভাবে পথচলা শুরু করে।

Advertisements

নতুন এই রেকে কি কি সুবিধা পাওয়া যাবে তা সম্পর্কে বলতে গিয়ে কলকাতা মেট্রো রেলের (Metro Rail) জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানান, বর্তমানে যে সকল রেক রয়েছে তার থেকে আট শতাংশ বেশি যাত্রী উঠতে পারবেন নতুন এই রেকে। এর পাশাপাশি নতুন এই রেকের দরজা অনেক বেশি চওড়া এবং বয়স্কদের জন্য থাকছে অনেক বেশি সংরক্ষিত আসন। বিশেষ সক্ষমদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।

Advertisements

এছাড়াও নতুন এই রেকগুলিতে যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে ঝাঁকুনি অনেক কম অনুভব করবেন। নতুন এই সকল রেক চলার কথা রয়েছে নিউ গড়িয়া রুটে। যদিও এই রুটে এখনো পরিষেবা শুরু হয়নি এবং পরিষেবা শুরু হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।

যদিও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা জানিয়েছেন তারা প্রস্তুত রয়েছেন নিউ গড়িয়া রুটে পরিষেবা চালু করার জন্য। এক্ষেত্রে প্রধানমন্ত্রী অথবা রেল মন্ত্রী সময় দিয়ে পরিষেবার উদ্বোধন করলেই পুরোদমে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে।

Advertisements