Kolkata Metro ticket can be bought by scanning the QR Code: পশ্চিমবঙ্গের অন্যতম দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল পরিষেবা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের সাথে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার অংশবিশেষ যুক্ত রয়েছে মেট্রো রেল পরিষেবার মাধ্যমে। যাত্রী সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ একাধিক নতুন প্রকল্প প্রবর্তন করেছেন। সম্প্রতি আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু করে বিশ্বের বুকে ইতিহাস রচনা করেছে কলকাতা মেট্রো পরিষেবা।
২০২৪ সালের মার্চ মাস অব্দি করা সমীক্ষা অনুযায়ী, কলকাতা মেট্রোর ৪ টি লাইন সক্রিয় রয়েছে। এই ৪ টি লাইন কে ৪ টি রং দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর অব্দি ৩২.৩৩ কিলোমিটার রেল পথ নীল রং, শিয়ালদহ স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ অব্দি ৯.১ কিলোমিটার রেল পথকে সবুজ লাইন, জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৬.৫ কিলোমিটার বিস্তৃত বেগুনি লাইন এবং কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত ৪.৮ কিলোমিটার রেলপথ কে কমলা রং দিয়ে চিহ্নিত করা হয়।
যাত্রী সুবিধার্থে আরো একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে কলকাতা মেট্রো। এখন আর মেট্রোর টিকিট সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যাত্রীদের। মেট্রো স্টেশন গুলিতে টিকিট কাটার জন্য কিউআর কোডের (QR Code Ticket) ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানা গেছে। খুব শীঘ্রই সমগ্র ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এই পরিষেবা চালু করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোর টিকিট কাটতে গিয়ে খুচরো নিয়ে সমস্যায় পড়েন বহু যাত্রী। মূলত সেই সমস্যা মেটাতেই নতুন উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। কলকাতা মেট্রোর জেনারেল পি উদয় কুমার রেড্ডি কিউআর কোড (QR Code Ticket) পরিষেবার ট্রায়াল রান উদ্বোধন করেন। ৭ ই মে ২০২৪ থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে টিকিট কাটা যাচ্ছে। যাত্রী পরিষেবার ক্ষেত্রে মেট্রোর এই উদ্যোগ খুবই উপকার হবে বলে মনে করছে বিশিষ্টজনেরা।
কিউআর কোড (QR Code Ticket) ব্যবহারের পদ্ধতিটিও খুবই সোজা। নির্দিষ্ট মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে স্টেশনের নাম বলতে হবে। তারপর কাউন্টারে থাকা ডুয়াল ডিসপ্লে বোর্ডে একটি কিউআর কোড ভেসে উঠবে। সেটি স্ক্যান করে পেমেন্ট করলেই গন্তব্যে পৌঁছানোর টিকিট হাতে পেয়ে যাবেন যাত্রীরা। শুধু নিত্যদিনের টিকিট কাটা নয়, মেট্রো স্মার্ট কার্ড রিচার্জের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই পরিষেবা। অনেক কম সময়, বাধাহীন ভাবে টিকিট কাটতে পারবেন যাত্রীরা এমনই দাবি করছে কর্তৃপক্ষ।