Metro timetable on Puja: রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান! মেট্রোর সময়সূচী জানা আছে তো! না হলে দুর্গতি

Kolkata Metro timetable during Durga Puja: দুর্গাপুজো দোড়গোড়ায় কড়া নাড়ছে, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের সাধারণ মানুষের উন্মাদনা রীতিমত তুঙ্গে। দিন হোক কিংবা রাত কলকাতায় ঠাকুর দেখতে আসা মানুষের সংখ্যা নেহাতই কম হয় না। বিশেষ করে যারা শহরতলিতে থাকেন তাদের জন্য কলকাতা মেট্রোর গুরুত্ব অপরিসীম। আমজনতার সুবিধার কথা মাথায় রেখে মধ্যরাত পেরিয়ে ওর পর্যন্ত চলাচল করবে কলকাতা মেট্রো। পঞ্চমী (১৯ অক্টোবর) থেকে ত্রয়োদশী (২৭ অক্টোবর) পর্যন্ত কখন মেট্রো পরিষেবা শুরু হবে, শেষ মেট্রো কখন মিলবে, বিস্তারিতভাবে দেখে নিন সম্পূর্ণ টাইমটেবিল (Metro timetable on Puja)।

সাধারণ দিনগুলোর মতোই পঞ্চমী এবং ষষ্ঠীতে সঠিক সময় মতই মেট্রো পরিষেবা শুরু হবে। এই দিনগুলোতে রাতের দিকে বেশি করে চলবে মেট্রো। দিনে ২৮৮টি মেট্রো চলবে (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন)। বিস্তারিতভাবে জেনে নিতে হবে মেট্রোর পরিষেবা আমজনতা কখন পাবেন (Metro timetable on Puja)? সকাল ৬ টা ৫০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। মধ্যরাত পর্যন্ত মেট্রো চলবে। মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই মেট্রো পাওয়া যাবে। তবে প্রথম মেট্রো কখন মিলবে? দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭ টা। আপনারা শেষ মেট্রো কখন পাবেন জেনে নিন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১০ টা ৩৮ মিনিট। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১০ টা ৫০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ১০ টা ৪০ মিনিট। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ১০ টা ৫০ মিনিট।

দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীতে কলকাতা মেট্রোয় মোট ২৪৮টি মেট্রো চলবে। এই তিন দিন প্রতি ঘণ্টায় প্রায় ১৮টি করে মেট্রো চলবে। জেনে নেব এই দিনগুলোতে কখন কোন স্টেশন থেকে মেট্রো পাওয়া যাবে (Metro timetable on Puja)। প্রথম মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে দুপুর ১২.৫৫ মিনিটে ছাড়বে। এরপর থেকে প্রতি ঘণ্টায় দুটি করে মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, গীতাঞ্জলি থেকে দমদম ও শ্যামবাজার থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। শেষ মেট্রো দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বরের দিক থেকে ভোর ৩.৪৮ মিনিটে ছাড়বে। এরই পাশাপাশি দমদম-কবি সুভাষ ও কবি সুভাষ-দমদমের দিকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়।

দুর্গাপুজোর দশমীতে কলকাতা মেট্রোয় মোট ১৩২টি মেট্রো চলবে। এই দিন প্রতি ঘণ্টায় প্রায় ১১টি করে মেট্রো চলবে। প্রথম মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দুপুর ১টায় ছাড়বে। এরপর থেকে প্রতি ঘণ্টায় দুটি করে মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে। শেষ মেট্রো কখন চলবে (Metro timetable on Puja)? দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো হলো রাত ৯ টা ৪৮ মিনিট। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১০ টা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯ টা ৫০ মিনিট। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ১০ টা।

বাকি কর্মদিবসের মতই মেট্রো পরিষেবা মিলবে। একই সময় দুর্গাপুজোর একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে এবং শেষ হবে। কিন্তু মেট্রোর সংখ্যা কম হতে চলেছে। মোট ২৩৪টি মেট্রো চলবে (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন)। প্রথম মেট্রো সময় কখন জেনে নিন। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিট। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৫ মিনিট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো সকাল ৭ টা। শেষ মেট্রো কখন চলবে? দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ২৮ মিনিট। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিট। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ৯ টা ৩০ মিনিট। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯ টা ৪০ মিনিট।