Illegal Construction: বেআইনি নির্মাণ বন্ধে অ্যাপ, কলকাতা পুর নিগমের নয়া পদক্ষেপ

Antara Nag

Published on:

Advertisements

Kolkata Municipal Corporation is going to launch an app to stop illegal construction: বেআইনি কাজ রুখতে এবার সফটওয়্যারের সাহায্য নিতে চলেছে কলকাতা পৌরসভা। বেআইনি নির্মাণ (Illegal Construction) বন্ধের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে নতুন একটি অ্যাপ। ১ লা এপ্রিল ২০২৪ থেকে চালু করা হয়েছে নতুন এই অ্যাপটি। তার আগে এই অ্যাপ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারদের। কলকাতা পৌরসভার তরফ থেকে ইঞ্জিনিয়ারদের ডেকে শেখানো হয়েছে কিভাবে ব্যবহার করতে হবে অ্যাপটি। নতুন এই অ্যাপ থেকে কিভাবে বোঝা যাবে কোন নির্মাণটি বেআইনি? এবং কিভাবে বেআইনি নির্মাণ থেকে মুক্ত হবে কলকাতা শহর? সব কিছুই কলকাতা পৌরসভার তরফ থেকে ইঞ্জিনিয়ারদের বোঝানো হয়েছে সেই দিন।

Advertisements

একাধিক বেআইনি নির্মাণের (Illegal Construction) খবর এর আগেও উঠে এসেছে। কিন্তু সম্প্রতি কলকাতা গার্ডেন রিচের ভেঙে পড়া বাড়ির ঘটনাটির পর থেকে কলকাতা পৌরসভা নড়েচড়ে বসেছে। সম্প্রতি ১ টি দুর্ঘটনার কবলে পড়েন প্রায় ১২ জন মানুষ। গার্ডেন রিচের ১ টি বাড়ি ভেঙে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মৃত্যু হয় প্রায় ১২ জনের। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই কলকাতা পৌরসভা বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়ে ওঠে। স্বয়ং ফিরাদ হাকিম এই ধরনের নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন বেআইনি নির্মাণ বর্তমানে কলকাতার বুকে ১ টি সামাজিক ব্যাধি সৃষ্টি করছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় নতুন অ্যাপ চালু করার। এরপর পৌরসভার বৈঠকে কেএমসি ওয়ার্ক ডায়েরি বা কেএমসি এমপ্লয়ি নামক নতুন এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় ইঞ্জিনিয়ারদেরকে। অ্যাপটির ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়। কিভাবে অ্যাপটিকে ব্যবহার করতে হবে? কিভাবে অ্যাপ থেকে জানা যাবে কোন নির্মাণটি বেআইনি? এমনকি পৌরসভা এই ধরনের নির্মাণের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে তাও ব্যাখ্যা করা হয়েছে বৈঠকে।

Advertisements

তবে নতুন এই অ্যাপটি কিন্তু সাধারণ মানুষের জন্য নয় এই অ্যাপটিকে বানানো হয়েছে পৌর কর্মীদের সুবিধার্থে। এখন থেকে আর কাজে ফাঁকি দেবার জায়গা থাকবে না ইঞ্জিনিয়ারদেরও। পৌরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক ইঞ্জিনিয়ারকে প্রতিদিন সকালে কর্মক্ষেত্রে হাজিরা দেবার পর নিজের নিজের এলাকায় নির্মাণ কার্য চলতে থাকা বাড়িগুলিতে পরিদর্শনের জন্য যেতে হবে। নির্দিষ্ট বাড়িগুলি সম্পর্কিত যাবতীয় তথ্য এবং ছবি তুলে আপলোড করতে হবে নির্দিষ্ট অ্যাপে। অ্যাপে যা তথ্য বা ছবি জমা পড়বে তা জমা দিতে হবে ইঞ্জিনিয়ারদেরকেই। এর উপর ভিত্তি করে পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা পৌরসভা। তাই অ্যাপে সঠিক তথ্য এবং ছবি প্রদান করার সম্পূর্ণ দায়ভার থাকবে ইঞ্জিনিয়ারদের উপর।

Advertisements

আরও পড়ুন ? Sohini Sarkar: দুটো লিভ-ইন, একটি প্রেম শেষে শোভনকে বিয়ে সোহিনীর! কারা কারা এসেছিলেন জীবনে

বেআইনি নির্মাণ (Illegal Construction) রুখতে চালু করা নতুন এই অ্যাপটিতে নির্মীয়মান বহুতলের ছবি তোলা থেকে তার স্বপক্ষে বা বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা প্রত্যেকটা কাজ চলবে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে। প্রথমে ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট স্থান পরিদর্শন করে সেখান থেকে যাবতীয় তথ্য এবং ছবি আপলোড করবেন নির্দিষ্ট অ্যাপে। এরপর সেই অ্যাপ থেকে পাওয়া তথ্য বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানাবেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এবং ডিজিকে। তারা সেই তথ্য সরবরাহ করবেন কলকাতা পৌরসভার কমিশনারের কাছে। এরপর কমিশনার এই বিষয়গুলিকে ভালোভাবে যাচাই করে তারপর সেই তথ্য জানাবেন মেয়রকে। তবে বিষয়টি মেয়রের কাছে অব্দি পৌঁছানোর আগেই পদক্ষেপ গ্রহণ করতে হবে কলকাতা পৌরসভাকে। প্রথমে বাড়ির মালিককে নোটিশ দিতে হবে। তাতে কাজ না হলে জারি করতে হবে স্টপ অফ ওয়ার্কের নোটিস।

বেআইনি নির্মাণ (Illegal Construction) বন্ধে চালু করা নতুন অ্যাপ সম্পর্কে যাবতীয় তথ্য জানানো হয়েছে ইঞ্জিনিয়ারদের। কিভাবে এই অ্যাপটি কাজ করবে? এবং কিভাবে পৌরসভা পদক্ষেপ গ্রহণ করবে? কিভাবে মেয়র এই কাজের সাথে যুক্ত হবেন? সমস্ত কিছুই শেখানো হয়েছে বৈঠকের মাধ্যমে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররাও। কলকাতা পৌরসভার কনফারেন্স হলে প্রায় ৮০ জন ইঞ্জিনিয়ারকে নিয়ে আয়োজন করা হয়েছিল এই বৈঠকের। প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক ইঞ্জিনিয়ারকেই এই বৈঠকের পরই চালু করা হয়েছে নতুন অ্যাপটি।

Advertisements