নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের আগেই বিপুলসংখ্যক কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police Recruitment)। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটাচ্ছে। কেননা বেকার যুবক-যুবতীদের প্রধান লক্ষ্য হলো চাকরি পাওয়া। আর সেই চাকরি সরকারি হলে তো বলার কিছু নেই।
রাজ্যজুড়ে যখন বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে ঠিক সেই সময় ৩৭৩৪ জন কনস্টেবল হিসেবে নিয়োগ করার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে মহিলা এবং পুলিশ উভয়েই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ৩৪৬৪ টি পদের জন্য আবেদন করতে পারবেন পুরুষরা এবং ২৭০ টি পদের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন আগ্রহী প্রার্থীরা।
বিপুলসংখ্যক এই শূন্য পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা দশম শ্রেণী পাশ হতে হবে। তবে তার থেকেও উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ আবেদনকারীদের মধ্য থেকে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে prb.wb.gov.in, wbpolice.gov.in বা kolkatapolice.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানেই নিয়োগের বিজ্ঞপ্তি এবং আবেদন লিংক পাওয়া যাবে। আবেদন লিংকে ক্লিক করার পর যে ফর্ম সামনে আসবে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং যে সকল নথি চাওয়া হবে সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ১ মার্চ।
যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের আবেদন করার সময় ১ জানুয়ারি ২০২৪ এর হিসেবে ন্যূনতম বয়স ১৮ এবং সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে। তবে সরকারি চাকরির নিয়ম অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর চাকরির প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন। এছাড়াও অনগ্রসর শ্রেণী, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডাররা তিন বছর ছাড় পাবেন।