নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে বেকার যুবকদের চাকরির কথা মাথায় রেখে নতুন পদ তৈরি করা হয়। রাজ্য সরকারের সেই নতুন পদের নাম হলো সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। রাজ্যে তৃণমূল সরকারে আসার পর এই পদ শুরু করে এবং হাজার হাজার যুবক-যুবতীদের সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করা হয়। তবে সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন সময় নানান অভিযোগ উঠতে দেখা যায়।
সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দেন কোন কোন কাজে লাগানো যাবে সিভিক ভলেন্টিয়ারকে সেই বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করতে। আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ করা হয়। আর এবার কলকাতা পুলিশের তরফ থেকেও সিভিক ভলেন্টিয়ারদের এক্তিয়ার নিয়ে নির্দেশিকা প্রকাশ করল। কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা নির্দেশিকা বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা কোন কোন কাজে পুলিশকে সহযোগিতা করতে পারবে।
১) সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় যানজট নিয়ন্ত্রণ অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলের জন্য পুলিশকে সাহায্য করতে পারবে।
২) কোন বড় উৎসব বা অনুষ্ঠানের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করতে পারবে।
৩) শহরে কোথাও বেআইনি পার্কিং থাকলে সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলার জন্য সিভিক ভলেন্টিয়াররা পুলিশকে সহযোগিতা করতে পারবে।
৪) জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং সাধারণ মানুষদের সাহায্যের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা পুলিশকে সহযোগিতা করতে পারবে।
আদালতের নির্দেশে রাজ্য পুলিশের পর কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের কাজের পরিধি নিয়ে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তার ফলে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন সময় যে ধরনের দাদাগিরি দেখতে হতো তা আর দেখতে হবে না বলে মনে করছেন সাধারণ মানুষদের একাংশ।