লকডাউনে যান চলাচলে লাগবে ই-পাস, রইলো আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল দেশ রাজ্য ঠিক সেই সময়ে রবিবার অর্থাৎ ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে কড়া বিধি-নিষেধ জারি হলো। এই বিধি-নিষেধ চলবে আগামী ৩০ মে পর্যন্ত। বিধিনিষেধ চলাকালীন যেমন নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় দোকানপাট ছাড়া বাকি সবই বন্ধ থাকবে ঠিক তেমনই নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে যানবাহন চালানোর কোনো বাধা-নিষেধ থাকছে না। তবে এই সকল যানবাহন চালানোর ক্ষেত্রে প্রয়োজন হবে ই-পাস। আর এই ই-পাস কিভাবে পাওয়া যাবে রইলো তার পদ্ধতি।

Advertisements

গতবারের ক্ষেত্রেও এই ধরণের ই-পাস চালু করা হয়েছিল। আর এই ই-পাস নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। তারপরেই পুলিশের তরফ থেকে দেওয়া হবে ই-পাস। আর এই ইপাস কিভাবে পাওয়া যাবে তা কলকাতা পুলিশের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে।

Advertisements

অনলাইনে ই-পাস পাওয়ার পদ্ধতি

Advertisements

১) অনলাইনে ই-পাস হওয়ার জন্য আবেদনকারীকে https://coronapass.kolkatapolice.org/ ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে প্রথমেই আপনাকে ‘I Agree’ বক্সে টিক দিয়ে পরের পর্যায়ে যেতে হবে।

৩) পরের পর্যায়ে আপনাকে জানাতে হবে আপনি যে ইপাস নিতে চাইছেন সেটি ‘Individual’ অর্থাৎ ব্যক্তিগত বা ‘Organisation’ অর্থাৎ সংস্থার। এরপর আপনাকে দিতে হবে আপনার নাম, কোথায় থেকে কোথায় যেতে চান, কি কারণে যেতে চাইছেন, গাড়ির যাবতীয় তথ্য ইত্যাদি।

[aaroporuntag]
৪) এই সকল তথ্য দেওয়ার পাশাপাশি নিজের পরিচয়পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সমস্ত নথি এবং তথ্য যাচাই করে পুলিশের তরফ থেকে আপনার দেওয়া ইমেলে ই-পাস পাঠিয়ে দেওয়া হবে।

Advertisements