নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতদিন পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এই জেলাগুলির মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সীমাবদ্ধ ছিল। এবার জেলাগুলির পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠছে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২৫ জন।
করোনা সংক্রমণে অবশ্য এখন কলকাতাকে টেক্কা দিচ্ছে অন্যান্য জেলা। গত ২৪ ঘন্টায় কলকাতায় যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ জন। সেখানে গত ২৪ ঘন্টায় অন্যান্য সব জেলা মিলে করোনা আক্রান্তের সংখ্যা (১২৪+১০) জন। এছাড়াও উদ্বেগ বাড়ছে বাকি জেলাগুলিকে নিয়ে।
বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নতুন করে ২৪ ঘন্টায় ১৮৩ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। কলকাতায় ৫৭, দার্জিলিংয়ে ১ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৬ জন, বীরভূমে ১ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১২ জন, ঝাড়গ্রামে ৩ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম বর্ধমানে ২ জন, হাওড়ায় ২৩ জন, হুগলিতে ৪ জন, উত্তর ২৪ পরগনায় ৩৬ জন, ও দক্ষিন ২৪ পরগনায় ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯২।
রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। ফলে রাজ্যে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ২১৭। এছাড়াও কোমরবিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। ফলে সর্বমোট মৃতের সংখ্যা ২৮৯। তবে সুখবরও রয়েছে।
রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন অনেকে। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯২ জন। এখন রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫৭৮ জন। পশ্চিমবঙ্গে এখন করোনা টেস্টিং ল্যাবের সংখ্যা ৩৩। এখনও পর্যন্ত রাজ্যে মোট ১,৬৬,৫১৩ জনের স্যাম্পেল টেস্ট হয়েছে। শুধুমাত্র বুধবার ৯২৩৬ জনের স্যাম্পেল টেস্ট হয়েছে।