Amrit Bharat Station Scheme: ১৭ কোটি টাকায় সেজে উঠছে কলকাতা স্টেশন, এবার মিলবে এই সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata station is being built under Amrit Bharat Station Scheme: কলকাতা স্টেশনে যাতায়াত করা যাত্রীদের জন্য রয়েছে এক দারুন সুখবর। শ্যামবাজার, হাতিবাগান মার্কেটকে টেক্কা দিতে এবার তৈরি হচ্ছে কলকাতা স্টেশন মার্কেটিং হাব। যাত্রীদের জন্য থাকছে নানান সুযোগ-সুবিধা। মূলত কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন স্কিমের (Amrit Bharat Station Scheme) ছোঁয়ায় ট্রেন চলাচলের পাশাপাশি স্টেশনের বিপুল পরিবর্তন হতে চলেছে।

Advertisements

সূত্রের খবর, অমৃত ভারত স্টেশন প্রকল্প (Amrit Bharat Station Scheme)-এর আওতায় দেশের ১২৫০ টি স্টেশনকে আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। তার মধ্যেই নথিভুক্ত রয়েছে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কলকাতা স্টেশনের নাম। শিয়ালদহের মত এই ষ্টেশনটিও ভারতীয় রেলের পূর্ব রেলের আওতাভুক্ত। আর সেই কলকাতা স্টেশনকেই মার্কেটিং হাবে পরিণত করার পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Advertisements

দেশের মধ্যে অন্যতম একটি রেল স্টেশন হলো এই কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকেই চলাচল করে দুটি আন্তর্জাতিক ট্রেন, যথা- কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। যা দেশের অন্য কোনো রেল স্টেশন থেকে দুটি আন্তর্জাতিক ট্রেন ছাড়ার নজির নেই। আর সেই স্টেশনের পড়ে থাকা জায়গা এবং বিশাল পার্কিং লটের সুবিধাকে কাজে লাগিয়ে মার্কেটিং হাব তৈরির চিন্তাভাবনা রেল কর্তৃপক্ষের।

Advertisements

আরও পড়ুন ? Amrit Bharat Scheme: কার্নিশ ভাঙা, জল ট্যাঙ্কি ভাঙা অতীত! এবার বর্ধমান স্টেশনে বড় পদক্ষেপ নিল রেল

কলকাতা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্মের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মটি নির্দিষ্ট করা হয়েছে আন্তর্জাতিক ট্রেন যাতায়াতের জন্য। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা স্টেশনকে মার্কেটিং হবে পরিণত করার। তার জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ কোটি ৮০ লাখ টাকা। যা জানিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। পাশাপাশি তারা এও আশা রাখছে যে, কলকাতা স্টেশন চত্বরের এই মার্কেট জনমহলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে ।

কি কি সুযোগ-সুবিধা প্রদান করা হবে? জানা গিয়েছে অমৃত ভারত স্টেশন স্কিমের (Amrit Bharat Station Scheme) আওতায় এই স্টেশন চত্বরে তৈরি মার্কেটিং হাবে থাকবে আধুনিক নানান সুযোগ-সুবিধা। ইতিমধ্যেই স্টেশনে ব্যবস্থা রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটির, বিভিন্ন ধরনের স্নাক্স কাউন্টার, এক্সিকিউটিভ ওয়েটিং হল, ফুট কোর্ট, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার সহ আরো নানান সুযোগ-সুবিধা। পাশাপাশি বন্দোবস্ত রয়েছে লাউঞ্জ স্পায়ের। যেখানে ফিশ পেডিকিওর করা যাবে। তবে মার্কেটিং হাব জনমহলে কতটা পরিচিতি পায় তারই আশায় রেল কর্তৃপক্ষ।

Advertisements