মাত্র ১৭ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, তাও আবার সড়ক পথে, খুলছে নয়া দিগন্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা (Delhi-Kolkata) যাতায়াত করার ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে এমনটা ভাবাই যায় না। কেবলমাত্র বিমান পরিষেবার ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়, বাকি ট্রেন অথবা অন্য কোন গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে লাগে ঘন্টার পর ঘন্টা। তবে এবার এই পথ মাত্র ১৭ ঘণ্টাতেই পাড়ি দেওয়া যাবে তাও আবার সড়কপথে।

Advertisements

মাত্র ১৭ ঘণ্টায় কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা সড়কপথে যাতায়াতের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে কেন্দ্র সরকার। মাত্র ১৭ ঘণ্টায় এত রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হতে চলেছে বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের (Varanasi-Kolkata Greenfield Expressway) সৌজন্যে। এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে যাওয়ার পর ১৭ ঘন্টাতেই দুই শহরের মধ্যে যাতায়াত করা সম্ভব হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের অধিকর্তারা।

Advertisements

কলকাতা বারাণসী গ্রীনফিল্ড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা যাতায়াতের ক্ষেত্রে ৬ থেকে ৭ ঘন্টা সময় কমে যাবে বলে দাবি করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ে তৈরীর জন্য অবশ্য এখনো তিন বছর অপেক্ষা করতে হবে এমনটাই অনুমান করা হচ্ছে। সোমবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের এক অধিকর্তা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই নতুন এক্সপ্রেসওয়েটি চালু হয়ে যাবে।

Advertisements

এই এক্সপ্রেসওয়েটির জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। এই এক্সপ্রেসওয়েটি তৈরি হলে দেশের বেশ কিছু রাজ্যের মূল শহরগুলি আরও কাছাকাছি চলে আসবে। এর ফলে যাতায়াতের ক্ষেত্রে সময় যেমন অনেক কমে যাবে ঠিক সেই রকমই আবার সাধারণ মানুষদের যাতায়াতের জন্য খরচ অনেক কমবে।

নতুন যে এক্সপ্রেসওয়েটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি মোহানিয়া, রোহতাস, সাসারাম, ঔরঙ্গাবাদ, গয়া, ছাত্রা, হাজারিবাগ, রাঁচি, বোকারো, ধানবাদ, রামগড়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির উপর দিয়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই এক্সপ্রেসওয়ে তৈরি হওয়ার পর পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা বিশেষভাবে উপকৃত হবে।

Advertisements