সুখবর, এবার এক ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে কলকাতা থেকে আগরতলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটি দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের উপর এই বিশাল নির্ভরশীলতার কারণে রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। এবার গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবার ওপর নির্ভর করে যাতায়াতকারীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল।

Advertisements

সেই সকল যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল যারা ট্রেনের উপর নির্ভর করে কলকাতা থেকে আগরতলা যাতায়াত করেন। রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা এবং গুয়াহাটির মধ্যে যে ট্রেন যাতায়াত করত সেই ট্রেনই এবার পৌঁছে দেবে আগরতলা। ত্রিপুরার সঙ্গে দেশের অন্যত্র রেল যোগাযোগ উন্নত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

ট্রেনের এই যাত্রাপথ বৃদ্ধি করার বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, কলকাতা-গুয়াহাটি-কলকাতা এক্সপ্রেস যে ট্রেনটি যাতায়াত করত সেই ট্রেনটি এখন আগরতলা পর্যন্ত যাবে। সপ্তাহে একদিন চালানো হবে এই ট্রেনটি। ট্রেনের যাত্রা পথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নম্বর বদলে হচ্ছে ০২৫০২/০২৫০১।

Advertisements

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই ট্রেনটির সূচনা করবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ট্রেনে একটি First Class AC, ৫টি AC 3-tier, ৬টি স্লিপার সহ মোট ১৪টি কোচ থাকবে। ট্রেনটি চলবে আগামী বছর ৩০ এপ্রিল পর্যন্ত। আগরতলা থেকে ট্রেনটি প্রতি বুধবার সকাল সাড়ে ৭টায় ছেড়ে পর দিন দুপুর ৩টার সময় কলকাতা আসবে। প্রতি রবিবার রাত ৯.৪০মিনিটে ট্রেনটি কলকাতা ছেড়ে মঙ্গলবার সকাল ৫.১৫ মিনিটে আগরতলা পৌঁছাবে।

যাত্রাপথে এই ট্রেনটি যে সকল জায়গায় স্টপেজ দেবে সেই সকল জায়গাগুলি হল নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, কোকরাঝাড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটোয়া এবং ব্যান্ডেল। এর পাশাপাশি আর কোন কোন রেলস্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেবে তা জানিয়ে দেওয়া হবে IRCTC-র ওয়েবসাইট এবং N.F. Railway-র সোশাল মিডিয়ায়।

Advertisements