Kolkata to London Flight: কলকাতা থেকে সোজা লন্ডন! ১৫ বছর পর ফের চালু নয়া বিমান পরিষেবার জল্পনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

After 15 years, the Kolkata to London non-stop direct flight is going to be launched again: ভারতীয় বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ১৫ বছর ধরে বন্ধ পড়ে থাকা বিমান পথ নতুন করে চালু করতে চাইছে তারা। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৪ সালের শেষের দিকে সরাসরি কলকাতা থেকে লন্ডন ও লন্ডন থেকে কলকাতা (Kolkata to London Flight) আসার বিমান পরিষেবা চালু হতে পারে। টাটা কোম্পানির অন্তর্ভুক্ত এয়ার ইন্ডিয়া কোম্পানি এই পরিষেবা চালু করতে চলেছে খুব শীঘ্রই।

Advertisements

তথ্যসূত্রে জানা গেছে, সম্প্রতি নবান্নে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিল ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, তাদের তরফ থেকেই এই প্রস্তাবটি রাখা হয়েছে রাজ্য সরকারের কাছে। এই বৈঠকে দাবি করা হয়েছে টাটা কোম্পানির মালিকানাধীন এয়ার ইন্ডিয়া কোম্পানি কলকাতা থেকে লন্ডনে (Kolkata to London Flight) যাওয়ার সরাসরি বিমান পদ চালু করতে চাইছে।

Advertisements

ট্রাভেল এজেন্ট গুলির তরফ থেকে আরও জানানো হয়েছে যে, খুব শীঘ্রই এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কলকাতা থেকে লন্ডন (Kolkata to London Flight) সরাসরি বিমান যাত্রা করার সুফল ও কুফল গুলি খতিয়ে দেখার কাজ শুরু হতে চলেছে। সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পাবার জন্য একটি সমীক্ষা চালাবে এয়ার ইন্ডিয়া কোম্পানি। সেই সমীক্ষায় প্রাপ্ত ফলের উপরে নির্ভর করবে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করা সম্ভব হবে কি হবে না সেই সিদ্ধান্ত।

Advertisements

আরও পড়ুন ? Kolkata Bus Service: মাথায় হাত বাসিন্দাদের! কলকাতা থেকে উধাও হয়ে যেতে পারে ৫০ শতাংশ বাস

একটি বেসরকারি ট্রাভেল এজেন্টের মালিক মনোজ নবান্নের বৈঠকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নিজের ব্যক্তিগত এক্স এর প্লাটফর্মে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, খুব শীঘ্রই কলকাতা থেকে লন্ডন নন স্টপ উড়ানপথ (Kolkata to London Flight) চালু হতে চলেছে যা সাধারণ মানুষের জন্য খুবই লাভজনক হতে পারে। সুখবর আসতে পারে ২০২৪ সালের শেষের দিকে। এয়ার ইন্ডিয়ার এই উদ্যোগ বাস্তবে কতটা সফলতা পায় তা দেখার জন্য অপেক্ষা করছে বিশ্ববাসী।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছু বছর আগে কলকাতা থেকে ইউরোপের (Kolkata to London Flight) বেশ কিছু শহরে সরাসরি বিমান পরিষেবা চালু করা হয়েছিল। পরিষেবাগুলি চালু করেছিল ভারতের এয়ার ইন্ডিয়া সহ লুফতহানসার এবং ব্রিটিশ এয়ার ওয়েজারের মত বিখ্যাত বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। কিন্তু এই যাতায়াত পথের ভাড়া এতটাই বেশি হয়ে দাঁড়ায় যে সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব ছিল না। তাই কিছুদিন চলার পর এই বিমান পরিষেবা বন্ধ করতে বাধ্য হয় সংস্থাগুলি। প্রায় ১৫ বছর এই পরিষেবা বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যদি আবারো নতুন করে পরিষেবাটি চালু করা সম্ভব হয় তাহলে যোগাযোগের মাধ্যম এক নতুন দিশা পাবে বলে আশা করা যায়।

Advertisements