Kolkata to Sikkim Flight: আবারও কলকাতা থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর পর্যন্ত সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হতে চলেছে। আগামী ১৪ই মার্চ গোটা ভারত জুড়ে পালন হতে চলেছে দল পূর্ণিমা। সূত্রের খবর দোল পূর্ণিমা মিটলেই চালু হতে চলেছে কলকাতা থেকে সিকিমের বিমান পরিষেবা। বাংলা থেকে প্রায়শই পর্যটকদের সিকিম ভ্রমণে যেতে বেশি লক্ষ করা যায়। আর এই নতুন বিমান পরিষেবা যে সিকিমের পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে এই কথা বলাই বাহুল্য।
জানা যাচ্ছে ইতিমধ্যেই তৈরি হয়েছে এই নতুন রুটের বিমান সূচি। জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে বিমান (Kolkata to Sikkim Flight)। জানা যাচ্ছে পাকিয়ং বিমানবন্দর থেকে অসমের গুয়াহাটি বিমানবন্দরেও যাতায়াত করবে বিমান। যার ফল হিসেবে কলকাতা ও গুয়াহাটির সাথে যুক্ত হতে চলেছে সিকিম। সূত্রের খবর চলতি মার্চের শেষ থেকে অর্থাৎ ২৯ বা ৩০শে মার্চ নগদ শুরু হতে পারে এই পরিষেবা। ১৪ই মার্চ রয়েছে দোল পূর্ণিমা আর এর পর থেকেই সম্ভবত পুনরায় শুরু হতে চলেছে কলকাতা থেকে সিকিম পর্যন্ত বিমান পরিষেবা।
সূত্রের খবর ইতিমধ্যেই সিকিম সরকারকে এই বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন কারণে গত ১০ মাস ধরে সিকিম বিমানবন্দরে বন্ধ ছিল এই বিমান পরিষেবা (Kolkata to Sikkim Flight)। এদিন পাকিয়ং বন্দরের অধিকর্তা সঞ্জীব কুমার সিংহ বলেন আপাতত সিকিমের এই বিমানবন্দর থেকে চালু হচ্ছে বিমানের পরিষেবা। জানা যাচ্ছে আপাতত একটি বিমান সংস্থাই এই বিমান চলাচলের কাজ করছে। ইতিমধ্যেই শুরু হয়েছে বুকিং প্রক্রিয়াও। এছাড়াও খবর পাওয়া যাচ্ছে যে সপ্তাহের প্রতিদিনই চলবে এই পরিষেবা।
আরও পড়ুন: রেলপথে এবার দেশ ভ্রমণ হবে আরো সহজ, যাত্রী সুবিধার্থে নয়া পদক্ষেপ রেলের
বিমানবন্দর কতৃপক্ষের থেকে পাওয়া খবর অনুযায়ী এআই মারফত তৈরি করা হয়েছে কলকাতা থেকে সিকিম যাওয়ার বিমানের (Kolkata to Sikkim Flight) সময়ের তালিকা। জানা যাচ্ছে কলকাতা থেকে বিমানটি সিকিমের পাকিয়ং গিয়ে পৌঁছবে সকাল ১১টা নাগাদ। আবার বেলা ১২টার সময় ওই বিমানই রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে। এরপর দুপুর ২টা বেজে ৩০ মিনিটে গুয়াহাটি থেকে আবারও বিমানটি ফিরে যাবে সিকিমের পাকিয়ং-য়ে। এরপর পাকিয়ং বিমানবন্দর থেকে দুপুর ৩টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এই বিমানটি।
তবে শুধু কলকাতা নয়। কলকাতা ছাড়া হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর সাথেও জুড়তে চলেছে সিকিমের পাকিয়ং বিমানবন্দরটি। শোনা যাচ্ছে এই বিষয়ে আলোচনা চলছে বিমানবন্দরের অন্দরে। বলে রাখি ২০১৮ সালে শৈল শহর সিকিমের এই বিমানবন্দরটির উদ্বোধন করা হয়। সামরিক ছাড়াও বাণিজ্যিক বিমান চলাচলের উদ্দেশ্য নিয়েই গড়ে ওঠে এই বিমানবন্দর। এরপর ২০১৯ সালের অক্টোবর মাস থেকেই বিমান পরিষেবা চালু হলেও দৃশ্যমানতা জনিত কারণ সহ একাধিক কারণে বন্ধ হয়ে যায় বাণিজ্যিক বিমান পরিষেবা। এবার আবার সেই পরিষেবা শুরু হতে চলেছে বলে খবর। তবে কতদিন পর্যন্ত নির্ঝঞ্ঝাটে বিমান পরিষেবা পাওয়া যায় সেটাই দেখার।