মোটরসাইকেল হোক অথবা চারচাকা, লাইট নিয়ে নয়া পদক্ষেপ পুলিশের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষের কাছেই রয়েছে মোটরসাইকেল। মোটরসাইকেলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে চারচাকা। তবে এই সকল গাড়ি রাস্তায় নামানোর আগে যেমন কাগজপত্র থেকে অন্যান্য নথি সঠিক রাখতে হয় ঠিক তেমনি এবার এর লাইট নিয়েও সতর্ক থাকতে হবে। লাইট নিয়ে পুলিশের তরফ থেকে নয়া পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে।

Advertisements

Advertisements

মোটরবাইক অথবা চারচাকা গাড়িতে আর যেমন খুশি লাইট লাগানো যাবে না। নীল, লাল, সবুজ, কখনো আবার মোটরসাইকেলের হ্যান্ডেলবার বা হেডলাইটের তলায় অতিরিক্ত এলইডি, চার চাকার গাড়ির মাডগার্ডে বিশাল হেডলাইট মডিফিকেশন, এসবে গাড়ি দেখতে হয়ত ভালো লাগে, রাতে চালানোর ক্ষেত্রে সুবিধা হয়, কিন্তু এর ফলে অপর প্রান্তে থাকা ব্যক্তি চরম অসুবিধার সম্মুখীন হন। চোখ ধাঁধিয়ে যায় চালকদের। আর এই ঘটনার ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

Advertisements

শুধু তাই নয়, কখনো কখনো আবার এমন কিছু গাড়ির ক্ষেত্রে মাঝখানে এমন ভাবে লাইট লাগানো থাকে যে রাতের অন্ধকারে সেই সকল গাড়ি আসার সময় ঠিকঠাক টের পাওয়া যায় না কি ধরনের গাড়ি আসছে, দু’চাকা না চার চাকা। আর এবার এই সকল বিষয়ে সতর্ক থাকতে হবে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই সকল নোটিফিকেশন লাইটের বিরুদ্ধে আগে থেকেই আইন রয়েছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি সাম্প্রতিককালে বেশ কতকগুলি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ সেই আইন নিয়ে এবং তার প্রয়োগ নিয়ে আরও বেশি সচেষ্ট হয়েছে। লালবাজারের তরফ থেকে এই সকল লাইট নিয়ে ট্রাফিক পুলিশের কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে লালবাজার সূত্রে।

শুধু সতর্ক করায় নয়, ইতিমধ্যেই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রাস্তাঘাট সহ বিভিন্ন গ্যারেজ এবং মডিফিকেশন দোকানে তল্লাশিও শুরু হয়েছে। কোন গাড়ি তেমন লাইট লাগানো অবস্থায় ধরা পড়লে তার সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেওয়া হচ্ছে। যতক্ষণ না তা খুলে ফেলে দেওয়া হবে ততক্ষণ গাড়ি ছাড়া হচ্ছে না।

Advertisements