নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই মানুষের মুখে মুখে আলোচনা শুধুই গরম আর গরম। ভোটের মরশুমে রাজনৈতিক আলোচনা ভুলে এখন গরম নিয়ে আলোচনায় মেতেছেন দক্ষিণবঙ্গবাসীরা (South Bengal)। কেনই বা আলোচনায় মাতবেন না, কেননা এই বছর যেন সব কিছুকে ছাপিয়ে তাতিয়ে দিচ্ছে গরম। এমনকি কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রাও এখন প্রায় ৪২ ডিগ্রি।
তবে এপ্রিল মাসে এমন গরম এই প্রথম নয় তিলোত্তমায়। এর আগেও কলকাতা তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল। এর আগে যে তাপমাত্রা দেখা গিয়েছিল কলকাতায়, সেই তাপমাত্রা এই বছর ছাপিয়ে যায়নি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতাকে কোন কোন বছর এমন তীব্র গরমের (Heatwave Records) মুখোমুখি হতে হয়েছিল।
১৯৮০ সালের ২৫ এপ্রিলের সঙ্গে পাল্লা দিয়ে গত ২৯ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। বলা যেতে পারে গত সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা শেষ ৪০ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। তবে তা হলেও কিন্তু ৭০ বছর আগের একটি রেকর্ড ভাঙতে পারেনি গত সোমবার। কেননা যে বছরের কথা বলা হচ্ছে সেই বছর তাপমাত্রার পারদ এর থেকেও অনেক বেশি উপরে চড়েছিল।
আরও পড়ুন ? Relief from Heatwave: সহ্যের আর কয়েকটি দিন! তারপরই ধেয়ে আসবে কালবৈশাখী, ঝেঁপে বৃষ্টি
৭০ বছর আগে অর্থাৎ ১৯৫৪ সালে ২৫ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে কলকাতার তাপমাত্রা যে জায়গায় পৌঁছেছিল সেই রেকর্ড আজও অটুট। এমনকি এই বছর টানা তাপপ্রবাহ এবং গরম দিন দিন বাড়লেও সেই রেকর্ড ভাঙবে না বলেই আশা করা হচ্ছে। কেননা ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এমন তীব্র গরম আর দিন কয়েক সহ্য করতে হবে তারপরেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে যা জানা যাচ্ছে তাতে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৪২ ডিগ্রিতে। বুধবার ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রী বা তার আশেপাশে। বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। এরপর শনিবার কলকাতায় হালকা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি কমবে না বরং তা ৪০ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করবে। তবে ২ ডিগ্রি তাপমাত্রা কমার ফলে এখনকার মত অস্বস্তিকর পরিস্থিতি থেকে সামান্য একটু স্বস্তি পাওয়া যাবে।