Vistadome train: পুরি থেকে ভিস্তাডোম ট্রেনে চড়ে এবার কোনারক সফর, রেলের বড় উদ্দ্যোগ, বেড়ানোর মজা হবে দ্বিগুণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Konark tour by Vistadome train from Puri: বেড়াতে যেতে পছন্দ করে না এমন মানুষ দেখা যায় না। আর বাঙালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেই হয় সেই তালিকায় থাকে দীপুদা। অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। পুরী ধাম তো বাঙালির কাছে এক আলাদা আকর্ষণের জায়গা। একদিকে জগন্নাথ দেবের দর্শন অন্যদিকে সমুদ্রের সৌন্দর্য। আর সেই সঙ্গে আছে পার্শ্ববর্তী কোনারকের সূর্য মন্দির। এবার পুরী থেকে কোনারক পর্যন্ত সহজে যাওয়ার জন্য ভিস্তাডোম ট্রেনের (Vistadome train) ব্যবস্থা করল কেন্দ্র।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর ঘোষণা অনুসারে জানা যাচ্ছে খুব শীঘ্রই চালু হতে চলেছে ভিস্তা ডোম ট্রেন (Vistadome train)। পুরী থেকে কোনারক পর্যন্ত চলবে এই ভিস্তাডোম সার্ভিস। অত্যাধুনিক এই ট্রেনে চেপে দুর্দান্ত এই ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। জানা গেছে পুরী থেকে কোনারক পর্যন্ত এই ভিস্তা ডোম ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই ৪৯২ কোটি টাকা খরচ বরাদ্দ করেছে কেন্দ্র। ভিস্তা ডোম ট্রেন চালু হলে পুরীর জগন্নাথ ধামের অপূর্ব সুন্দর রূপ ট্রেনের কামরাতে বসেই দেখা সম্ভব হবে।

Advertisements

ভিস্তাডোম ট্রেনগুলির কামরা সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ফলে এই ট্রেনে যাত্রা যাত্রীদের জন্য যথেষ্ট আরামদায়ক হয়ে উঠবে।কামরার মাথার উপর কাচের বাইরে দেখা যাবে খোলা আকাশ। এই ধরনের ট্রেনগুলির ক্ষেত্রে সাধারণত প্রতিটি ট্রেনে পাঁচটি করে কোচ থাকে। সেই সঙ্গে এই ট্রেনে থাকে মোট ৪৪টি আসন। পর্যটকরা চেয়ারে বসেই ট্রেনের মাথার উপর এর কাঁচ দিয়ে এবং অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? Silchar to Agartala vistadome: পর্যটকদের জন্য দারুণ খবর, ভিস্তাডোম কোচে চড়ে এবার সফর করুন এই রুটে

এ প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন “পুরী থেকে কোনারক পর্যন্ত এই রেললাইনের চাহিদা ছিল বহুদিনের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লাইনে ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছেন। আমাদের মন্ত্রকের তরফেও প্রয়োজনীয় কাজ শুরু হয়ে গিয়েছে। জমি অধিগ্রহণ হয়েছে। এই লাইনে ট্রেন চলাচল শুরু হলে আমাদের হেরিটেজ ট্যুরিজম, উপকূলবর্তী ভ্রমণ এবং সর্বোপরি আধ্যাত্মিক ভ্রমণের মাধ্যম হয়ে উঠবে।”

কবে থেকে এই ভিস্তাডোম ট্রেন (Vistadome train) চালু হবে সে প্রসঙ্গেও নিজের বক্তব্য প্রকাশ করেন রেলমন্ত্রী। তিনি বলেন “মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে কোনারকের সূর্য মন্দিরকে সংযুক্ত করবে এই রেললাইন। ৩২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এটি। ২১৫ হেক্টরের উপর এই রেললাইন তৈরি হচ্ছে। ডিজাইন প্রায় পাকা করে ফেলেছি আমরা। রাজ্য সরকারের কাছে সহযোগিতার অনুরোধ করছি। খুব শীঘ্রই জগন্নাথধামের পর্যটকদের এই ভিস্তা ডোম রেললাইন উপহার দিতে পারব আমরা”।

Advertisements