Traffic Fine: ট্র্যাফিক ফাইন আদায়ে নয়া ব্যবস্থা, থাকবে না টাকা মারার গল্প, বাড়বে সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাস্তায় যানবাহন নিয়ে চলাচল করার ক্ষেত্রে মোটর ভেহিকেল আইনের (Motor Vehicle Act) বিভিন্ন নিয়ম যানবাহন চালকদের মেনে চলতে হয়। এক্ষেত্রে যারা এই সকল নিয়ম অমান্য করে রাস্তায় যানবাহন চালিয়ে থাকেন তাদের বিরুদ্ধে ট্র্যাফিক পুলিশ ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করার জন্য জরিমানা (Traffic Fine) থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। মোটর ভেহিকেল আইন অনুযায়ী বিভিন্ন ধরনের নিয়ম অমান্য করার জন্য বিভিন্ন ধরনের জরিমানার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে এই সকল ফাইন আদায় করার সময় বহু ক্ষেত্রেই ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে টাকা মেরে দেওয়ার। এবার এই সকল অভিযোগের অবসান ঘটাতে এবং যাতে করে আইন ভঙ্গকারীরা সহজেই তাদের ফাইনের টাকা জমা দিতে পারেন তার জন্য বাংলায় নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। মূলত কলকাতায় প্রথম এই ব্যবস্থা চালু হবে এবং পরে তা অন্যান্য সমস্ত জায়গাতেই চালু হয়ে যাবে।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখন সবচেয়ে সহজ ব্যবস্থা হল UPI। এই ব্যবস্থার মধ্য দিয়ে টুক করে এক নম্বর থেকে অন্য নম্বরে অথবা টুক করে QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। সহজ এবং অল্প সময়ের মধ্যে পেমেন্ট করার ফলে পেমেন্ট নিয়ে যেমন কোনো সমস্যা থাকে না, ঠিক সেই রকমই সময় অনেক বাঁচে। এরই পরিপ্রেক্ষিতে লাল বাজারের তরফ থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি ট্রাফিক গার্ড এলাকায় এই ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন 👉 হেলমেট না পরা, ধোঁয়া পরীক্ষা ফেল! জানুন কোন ট্রাফিক আইন অমান্যে কত জরিমানা

লালবাজার সূত্রে যা জানা যাচ্ছে তাতে, শহরের প্রতিটি ট্রাফিক গার্ড এলাকায় এই ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য চলছে মহড়া। এই ব্যবস্থায় সফলতা এলেই পাকাপাকিভাবে ইউপিআই-এর মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। কলকাতা পুলিশের ২৫ টি ট্রাফিক গার্ড এলাকায় দুজন করে সার্জেন্ট এই পদ্ধতিতে ফাইন আদায় করার কাজ শুরু করে দিয়েছেন। আগে এই ব্যবস্থা চালু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দুই ধরনের চালান ব্যবহার করা হয়। এনআইসি ই-চালান এবং কেটিপি ই-চালান। এক্ষেত্রে এনআইসি ই-চালানের জন্য ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে স্পট ফাইন দেওয়া যায়। এবার এক্ষেত্রে ইউপিআই ব্যবস্থা চালু হলে তা সবার জন্যই অনেক সহজ হবে ফাইনের টাকা আদায় অথবা দেওয়ার ক্ষেত্রে।