নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। যে সকল প্রকল্পের হাত ধরে রাজ্যের বাসিন্দাদের অনেকেই সরাসরি অ্যাকাউন্টে নগদ টাকা পেয়ে থাকেন, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেই রকমই একটি প্রকল্পের আওতায় জুন মাসে লক্ষ লক্ষ উপভোক্তারা ৫০০০ টাকা নগদ পাবেন অ্যাকাউন্টে।
যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের আওতায় টাকা পেমেন্ট করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ২৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিপুল পরিমাণ এই টাকা বরাদ্দ করার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সূত্র মারফৎ যা জানা যাচ্ছে তাতে জুন মাসে উপভোক্তারা ঐ প্রকল্পের দরুণ টাকা পেয়ে যাবেন, যদি বা প্রকল্পের টাকা পেতে দেরি হয় তাহলে তা জুলাই মাসের প্রথম ঢুকে যাবে।
যে প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তারা টাকা পাবেন সেই প্রকল্পটির নাম হলো কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় এই মুহূর্তে দেশের এক কোটি পাঁচ লক্ষ উপভোক্তা রয়েছেন। যে সকল উপভোক্তাদের মধ্যে কেউ কেউ কৃষক আবার কেউ কেউ বর্গাদার। এই প্রকল্পের আওতায় থাকা সেই সকল কৃষকদের প্রতি বছর ১০ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে যাদের এক একর জমি রয়েছে। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদের কমপক্ষে ৪০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এমন সহযোগিতা করা হয়। রাজ্য সরকারের তরফ থেকে মূলত দুটি কিস্তির ক্ষেত্রে প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের (Krishak Bandhu Scheme Payment Date) মধ্যে। অন্যদিকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যে।
কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রতিবছর আর্থিক সাহায্যের পাশাপাশি ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকের মৃত্যু হলে সরকারের তরফ থেকে তার পরিবারের সদস্যদের দু’লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে। সামাজিক সুরক্ষা হিসেবে এমন অর্থ প্রদান করা হয়। যে কারণে রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের কৃষকদের ব্যাপকভাবে সাহায্য করে থাকে।