নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। এই কুন্তল ঘোষের সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেন হয়েছে কিনা তা খুঁজে পেতে এখন ইডির নিশানায় অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ইতিমধ্যেই ইডির তলব পেয়ে একবার তিনি হাজিরা দিয়েছেন, তবে সেই হাজিরা এই সায়নীর উত্তরে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বারের জন্য তাকে তলব করা হয়। যদিও সেই তলব এড়িয়ে হাজিরা দিতে দেখা যায়নি সায়নীকে।
তবে এরই মধ্যে কুন্তল ঘোষ যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ প্রসঙ্গে এমন জবাব দিয়েছেন যাতে অস্বস্তি বাড়ছে সায়নীর। কুন্তলের সঙ্গে সায়নী ঘোষের কোনরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খুঁজে বের করতেই মরিয়া ইডি আধিকারিকরা। আর এই প্রশ্ন করা হলে কুন্তল ঘোষ স্বীকার করে নেন, সায়নীর সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছিল। কুন্তল ঘোষের এই উত্তর একগুচ্ছ প্রশ্ন তুলতে শুরু করেছে।
তবে সায়নী ঘোষকে টাকা দেওয়ার কথা স্বীকার করলেও কুন্তল ঘোষ জানিয়েছেন, সায়নীকে তিনি সেই টাকা দিয়েছিলেন সমাজসেবা মূলক ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। যদিও কুন্তল ঘোষ দাবি করেছেন, অভিনেত্রীকে ফ্ল্যাট অথবা গাড়ি কিনে দেওয়ার বিষয়ে তার কোন ভূমিকা নেই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, ফ্ল্যাট এবং গাড়ি কিনে দেওয়ার ক্ষেত্রে কুন্তল ঘোষ সায়নীকে নাকি সাহায্য করেছিলেন।
সায়নী ঘোষকে ফ্ল্যাট এবং বাড়ি কিনে দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে কুন্তল ঘোষ জানান, “নিজের ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই। কিভাবে অন্যকে ফ্ল্যাট কিনে দেব? সায়নীকে সমাজসেবামূলক চারটি ইভেন্টে অংশগ্রহণ করার জন্য টাকা দিয়েছিলাম।” এছাড়াও কুন্তল ঘোষ দাবি করেছেন, তিনি একজন বলিউড অভিনেত্রী এবং টলিউড অভিনেতা পরিচালককেও টাকা দিয়েছেন।
এই প্রসঙ্গে তিনি দাবি করেছেন, বলিউডের নামকরা একজন অভিনেত্রীকে পানশালা উদ্বোধনের অনুষ্ঠানের জন্য ৫ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলেন। কিন্তু সেই ইভেন্ট হয়নি আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি। কুন্তল ঘোষ এই সকল প্রশ্নের উত্তর দেন শুক্রবার যখন তাকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় সেই সময়।