লাভপুরের নির্দল প্রার্থী মনিরুল ইসলাম কত টাকার মালিক, শিক্ষাগত যোগ্যতা কতটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন এলাকার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। তিনি এবার এই বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি এখনও বিজেপির সক্রিয় সদস্য। সে কথা তিনি নিজেই ঘোষণা করেছেন।

Advertisements

Advertisements

তবে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির তরফ থেকে তাঁকে টিকিট না দেওয়ার কারণেই তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বোলপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে তিনি যে হলফনামা পেশ করেছেন তা থেকে জানা যাচ্ছে তিনি কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটা।

Advertisements

সম্পত্তি : মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে ছিল নগদ ৪৫ হাজার টাকা এবং তার স্ত্রীর হাতে ছিল নগদ ৪০ হাজার টাকা। তার নামে ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ২৪৯ টাকা। তার স্ত্রীর নামে ব্যাঙ্কে রয়েছে ২৬ হাজার ২৫২ টাকা। তার স্ত্রীর নামে আইসিআইসিআই প্রুডেনশিয়াল-এ রয়েছে ৪ লক্ষ টাকা। তার নামে কোন সোনার গয়না না থাকলেও তার স্ত্রীর নামে ২৪৫ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে তার এবং তার স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ২৪৯ টাকা এবং ১৫ লক্ষ ৪১ হাজার ৬৫২ টাকা।

মনিরুল ইসলামের নামে ১৪১৪ স্কয়ার ফিটের অচাষযোগ্য একটি জমি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য হল ১৫ লক্ষ টাকা। বাড়ি এবং অন্যান্য জমি জায়গা নিয়ে মনিরুল ইসলামের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩৫ লক্ষ টাকা। পাশাপাশি একই ক্ষেত্রে তার স্ত্রীর নামে রয়েছে ২১ লক্ষ টাকার সম্পত্তি।

শিক্ষাগত যোগ্যতা : মনিরুল ইসলামের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চমাধ্যমিক পাশ। তিনি ১৯৭৬ সালে রামনগর সহরা ইউনিয়ন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

[aaroporuntag]
মামলা : লাভপুর এবং বর্ধমান পুলিশ স্টেশনে তার নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের পাশাপাশি তার নামে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন।

Advertisements