সারা দেশে শ্রমিকদের এক মজুরি, শ্রম আইন সংস্কারের পক্ষে সওয়াল কেন্দ্রের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দ্বারা ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের দ্বিতীয়বার বিস্তারিত বিবরণ দেওয়ার সময় দেশের শ্রমিক শ্রেণী ও নিম্নবিত্তদের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে বড় নজরে রয়েছেন দেশের শ্রমিক ও নিম্নবিত্ত মানুষেরা। এদিন আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দেওয়ার সময় শ্রমিকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প ঘোষণার পাশাপাশি তিনি জানান শ্রম আইনের সংস্কারের বিষয়টি সংসদে বিবেচনায় রয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কথা অনুযায়ী, দেশের সমস্ত শ্রমিক যাতে ন্যূনতম বেতন পান সে বিষয়ে সরকার ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে। ৪৪ টি শ্রম আইনের সমন্বয় ঘটিয়ে চারটি শ্রম কোডে পরিণত করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের নানান ধরনের মজুরি রয়েছে। যেমন পশ্চিমবঙ্গে শ্রমিকরা এক ধরনের মজুরি পান, আবার অন্যান্য রাজ্যে মজুরি আর এক ধরনের। এই তফাৎ দূর করতে চাইছে কেন্দ্র। এই সকল বৈষম্যকে দূর করে জাতীয় স্তরে শ্রমিকদের ন্যূনতম একরকম মজুরির পক্ষে ছুটছে কেন্দ্র।

পাশাপাশি নির্মলা সীতারামন এদিন জানান, শ্রমিকদের কোথাও নিয়োগ করার সময় তাদের অবশ্যই নিয়োগপত্র দিতে হবে। এমনই আইন আনতে চলেছে কেন্দ্র।পাশাপাশি নিয়োগ করা শ্রমিকদের বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করতে হবে মালিকপক্ষকে। মহিলা শ্রমিকদের সুরক্ষার কথা ভাবা হচ্ছে সংশোধিত আইনের ক্ষেত্রে। সে ক্ষেত্রে কোন মহিলা শ্রমিককে রাতে কাজ করানো হলে সংস্থাকে তাদের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে।