বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের দ্বিচারিতার বিরুদ্ধে ডেপুটেশন

গৌড় চক্রবর্তী : বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বিচারিতা নিয়ে শ্রমিকদের মধ্য চাপা ক্ষোভ ছিল বেশ কিছুদিন আগে থেকেই। আজ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ পেল শ্রমিক ইউনিয়নের ডেপুটেশনের মাধ্যমে।

বিকেল চারটে নাগাদ তাপবিদ্যুৎ কারখানার মূল গেটে আজ আইএনটিটিইউসি কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়নের ডাকে শ্রমিক সমাবেশ এবং জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন দেবার কর্মসূচী নেওয়া হয়। প্রায় সাত দফা দাবী নিয়ে ছিল মূলত এই ডেপুটেশন। খবর পেয়ে দুপুর আড়াইটা হতেই শ্রমিকরা মূল গেটে আসতে শুরু করে। প্রায় শ’খানেক শ্রমিকের তখন একটাই শ্লোগান, “জিএম তুমি নির্দয়। শ্রমিকদের যন্ত্রণা তুমি বোঝো না, বুঝবে না।”

শ্রমিকদের জমায়েত যে শখানেক হবে তা প্রথমে আঁচ করতে পারেন নি কর্তৃপক্ষ। আঁচ পেয়ে দ্রুত অতিরিক্ত সিকিউরিটি এবং সদাইপুর থানার পুলিশ মোতায়েন করা হয়। জমায়েতে উপস্থিত ছিলেন কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়ন (INTTUC) এর ভাইস প্রেসিডেন্ট মাননীয় ভোলানাথ মিত্র মহাশয়, কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়নের সম্পাদক অসীম মণ্ডল, এমপ্লয়িস ইউনিয়নের সম্পাদক স্নেহাশীষ ব্যানার্জী সহ আরও অনেকে।

ভোলানাথ মিত্রের তাঁর বক্তব্যে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের দ্বিচারিতা নিয়ে গর্জে ওঠেন এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করে দেন।

বস্তুতঃ কর্তৃপক্ষের নিয়মকানুন নিয়ে শ্রমিকদের মধ্য অভিযোগ বিস্তর। যেমন, এখানে কারখানার ভেতরে হেলমেট কিম্বা শেফ্টি জুতো শ্রমিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হলেও পিডিসিএলের স্থায়ী কর্মীদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয়। বেতন প্রতিমাসে পিডিসিএলের স্থায়ী কর্মীদের পরের মাসের পয়লা তারিখ হলেও টেকনেশিয়ানদের ক্ষেত্রে কোনো কোনো মাসের ক্ষেত্রে পরের মাসের ষোলো সতেরো তারিখ। টিফিন কিম্বা মিলের ক্ষেত্রেও বৈষম্য স্পষ্ট। যেখানে স্থায়ী কর্মীরা সামান্য টাকায় ভরপেট খাবার পায়। এমনকি জেনারেল ডিউটির স্টাফদের ভর্তুকিতে টিফিনে দীর্ঘ লাইন পড়ে যায় অপরদিকে সাধারণ শ্রমিকদের টিফিন করতে দিতে হয় মোটা টাকা।

এছাড়াও কারখানার ভেতরে গাড়ি প্রবেশের ক্ষেত্রেও রয়েছে আজব নিয়ম বলে অভিযোগ। পিডিসিএলের স্থায়ী কর্মীদের বাইক প্রবেশে কোন বাধা নেই অথচ শ্রমিকের ক্ষেত্রে তাতে নিষেধ রয়েছে। এ সকল অভাব অভিযোগ ছাড়াও পানীয় জলের সমস্যা, ছাইপুকুরের সমস্যা তো আছেই।

শ্রমিকদের এসব অভাব অভিযোগ ছাড়াও ছাইপুকুরে দূষণ নিয়ন্ত্রণ, নতুন ছাইপুকুরে কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনায় দুইজন মৃত শিশুর পরিবারের একজনকে সরাসরি স্থায়ী চাকরির দাবী, সকল টেকনেশিয়ানদের এমওএসের আওতায় নিয়ে আসা সহ একাধিক দাবী নিয়ে সাত জনের প্রতিনিধি দল জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন দেন এবং প্রায় একঘণ্টা আলোচনা পর নেতৃত্বরা বেরিয়ে আসেন।

বেরিয়ে এসে অসীম মণ্ডল আজকের এই আলোচনা ফলপ্রসূ বলে জানান। এমনকি কর্তৃপক্ষ এ সকল দাবীদাওয়া নিয়ে শীঘ্রই সুষ্ঠ মীমাংসা করবে বলে প্রতিশ্রতি দিয়েছেন বলে জানা যায়।