জেলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, বন্যার জলে ভেসে এলো বোম

Shyamali Das

Published on:

অমরনাথ দত্ত : বোমও এখন খড়-কুটো। দুদিনের টানা বৃষ্টিতে তাই খড় কুটোর মতো ভেসে উঠলো ড্রাম ভর্তি বোমা। যেমন বন্যার জলে ভেসে আসে খর-কুটো ঠিক তেমনই বোমেরও হাল।

আর এমনই ঘটনা ঘটলো বীরভূমের দ্বারকা গ্রামে। দ্বারকা গ্রামে নদীর জলে ভেসে আসা দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার করলো লাভপুর থানার পুলিশ। প্রায় ৮০ টি বোমা ছিল। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

এদিন দুপুরে লাভপুরের গুনুটিয়া গ্রামের কাছে নদীর জলে মুখ বন্ধ প্ল্যাস্টিকের ড্রাম ভেসে আসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ড্রাম গুলি উদ্ধার করে খুলে দেখে প্রায় ৮০ টি মত তাজা বোমা রয়েছে। পরে বোলপুর থেকে সিআইডি বম্ব স্কয়াডের প্রতিনিধিরা গিয়ে বোমাগুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে।

এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ একটি মামলা রুজু করেছে। কোথা থেকে এই বোমাগুলি এলো তা তদন্ত করে দেখছে পুলিশ।