Ladies Special Bus: মহিলা নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ উত্তরবঙ্গে! এবার পথে নামবে লেডিস স্পেশাল বাস, কোন রুটে চলবে রইল বিস্তারিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ladies Special Bus: পূর্বেকার সময়ে মানুষ হাঁটা পথেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। তবে যানবাহন আবিষ্কারের পর থেকে কম-বেশি সকলে বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ফলে অফিস টাইমে বাসে চরম ভিড় লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছানোর জন্য পুরুষদের সাথে মহিলাদেরকে চাপাচাপি ঠেলাঠেলি করে বাসে চড়ে অফিস পৌঁছাতে হয়। আর এই সময়ে নানা সমস্যার মুখে পড়তে হয় মহিলাদের। যাতায়াতে বাসের মধ্যে হয়রানির শিকার হতে হয় নারীদের। আর সেই নারীদের যাতায়াত নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার নয়া পদক্ষেপ (Ladies Special Bus) নিল উত্তরবঙ্গ সরকার। কি সেই বিশেষ পদক্ষেপ? তাতে নারীদের কি সুবিধা হবে?

Advertisements

প্রসঙ্গত, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পিঙ্ক পুলিশ টিমের ব্যবস্থা করা হয়েছে। এবার তার পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ বাসের (Ladies Special Bus) ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যে বাসের মাধ্যমে কোনো পুরুষ নয়, শুধু মহিলারাই যাতায়াত করতে পারবেন। যাত্রীদের পাশাপাশি এই লেডিস স্পেশাল বাসে কন্ডাক্টারও রাখা হবে মহিলা কর্মী। কবে থেকে চালু হবে লেডিস স্পেশাল বাস? কোন কোন রুটে চালানো হবে?

Advertisements

NBTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে পুজোর পূর্বে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লেডিস স্পেশাল বাস চালানোর।.কিন্তু তার মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যায়। যার কারণে এই বিশেষ বাস পথে নামানো হয়নি। তবে সিতাই ও মাদারিহাটের উপ নির্বাচন শেষ হওয়ার পরই সবকিছু ঠিকঠাক থাকলে পথে নামবে এই লেডিস বাস। ইতিমধ্যেই দুটি লেডিস স্পেশাল বাস তৈরি হয়ে গিয়েছে। নির্বাচন শেষ হলেই কোচবিহার থেকে আলিপুর রুটে চলাচল শুরু করবে এই লেডিস স্পেশাল বাস।

Advertisements

আরো পড়ুন: রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের! স্লিপে লিখতে হবে চাল-গমের ভর্তুকির পরিমাণ

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে খবর, প্রাথমিকভাবে দুটি লেডিস স্পেশাল বাস (Ladies Special Bus) পথে নামবে। বাস দুটিতে গোলাপি রঙ দিয়ে লেখা থাকবে লেডিস স্পেশাল। যা উত্তরবঙ্গের সব মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ইতিমধ্যে ১১ জন লেডিস কর্মী বেছে নেওয়া হয়েছে এই বাসগুলিতে কাজ করার জন্য। তবে সংস্থা তরফে মহিলা বাসচালক পায়নি। যার ফলে এই বাসে পুরুষ হিসেবে শুধু একমাত্র বাস চালকই থাকবেন।

তবে শুধু কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটেই যে এই বাস চলাচল করবে তা নয়। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তরবঙ্গের বিভিন্ন শহরেই ধীরে ধীরে এই লেডিস স্পেশাল বাস (Ladies Special Bus) চলাচল শুরু হবে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে দিনহাটা সহ উত্তরবঙ্গের আরো অন্যান্য শহরের পথে নামবে এই লেডিস স্পেশাল বাস। তবে এই বাস চালানোয় কর্তৃপক্ষের কাছে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কর্মী সংখ্যা। এবার নারী নিরাপত্তার এই বিশেষ ব্যবস্থায় উত্তরবঙ্গ সরকার কতটা সফল হয় সেটাই দেখার।

Advertisements