নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারি আসার পর চাকরির জন্য যে সকল পথ তৈরি করেছে তাদের মধ্যে অন্যতম হলো সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। লক্ষ্য করলে দেখা যাবে, বর্তমানে রাজ্যের প্রত্যেক জেলার পুলিশ প্রশাসনের কাজের বড় দায়িত্ব সামলে থাকেন সিভিক ভলেন্টিয়াররা। সে ট্রাফিক হোক অথবা অন্য কিছু।
সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিয়োগ করার পাশাপাশি তাদের জন্য সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। বেতন থেকে চাকরির সুযোগ সবকিছুতেই সম্প্রতি এমন ঘোষণার পাশাপাশি এবার সিভিক ভলেন্টিয়ারদের বদলি (Civic Volunteer Transfer Rules) নিয়েও নতুন নিয়ম আসতে চলেছে বলেই জানা যাচ্ছে।
সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বা ভাতা এক হাজার টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করে। এর ফলে তারা এখন মাসে ১০০০০ টাকা করে পাবেন। আগামী মে মাস থেকে নতুন হারে বেতন পাওয়া শুরু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এছাড়াও রাজ্য পুলিশে যাতে আরো বেশি পরিমাণে সিভিক ভলেন্টিয়াররা সুযোগ পান তার জন্য কোটা ১০% থেকে বৃদ্ধি করে করা হয়েছে ২০%।
তবে মনে রাখতে হবে সিভিক ভলেন্টিয়াররা যে জেলায় নিযুক্ত হন তাদের সেই জেলাতেই কর্মরত অবস্থায় থাকতে হয়। এতদিন পর্যন্ত তাদের ট্রান্সফারের কোনরকম সুযোগ নেই বা এই ধরনের কোন নিয়ম চালু নেই। কিন্তু এবার তাদেরও ট্রান্সফারের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম আনতে চলেছে। তবে সবাই এই ট্রান্সফারের সুযোগ পাবেন না, ট্রান্সফারের সুযোগ পাবেন কেবলমাত্র মহিলা সিভিক ভলেন্টিয়াররা।
সিভিক ভলেন্টিয়ারদের প্রায় ৪০% সিভিক ভলেন্টিয়ার রয়েছেন মহিলা। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিয়ের আগে সিভিক ভলেন্টিয়ারের কাজে নিযুক্ত হন এবং বিয়ের পর ট্রান্সফার না পেয়ে সেই একই জেলাতেই থেকে যেতে হয়। এক্ষেত্রে যে সকল মহিলা সিভিক ভলেন্টিয়াররা নিযুক্ত হবেন তাদের যদি দূরে কোথাও বিয়ে হয় তাহলে তাদের বদলির ব্যবস্থা করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব অনুযায়ী অনুমতি মিললেই তা কার্যকর হয়ে যাবে।