lakhs of the amount of YouTuber Kiran Dutta go to which account: বর্তমান সময়ে দ্রুত খবরাখবর ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। পৃথিবীর কোণার কোণার খবর উঠে আসে এই নেটদুনিয়া মাধ্যমে। তবে শুধু নিউজ নয়, এর পাশাপাশি অর্থ রোজগারের মাধ্যমে হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই মাধ্যমগুলিকে ব্যবহার করে অনেকেই রোজগারের পথ প্রশস্ত করেছেন। তার মধ্যে অন্যতম হলো বং গাই কিরণ দত্ত (Kiran Dutta)। বাংলা জুড়ে বেশ ভালই নাম ডাক রয়েছে তার। কিন্তু তার রোজগারের টাকা তিনি নিজের পকেটস্থ করে না। রাখেন এক বিশেষ অ্যাকাউন্টে। যেটা তার নিজের নয়। তাহলে কার?
কম-বেশি সকল মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। যা বর্তমানে মেলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তাই নিজেদের কাজকর্মের পাশাপাশি নেটদুনিয়ায় নিজেদের সুপ্ত প্রতিভা মেলে ধরে রোজগারের পথ খুঁজে পেয়েছেন বহু মানুষ। যার মধ্যে অন্যতম কিরণ দত্ত। বাংলার জনপ্রিয় ইউটিউবার তিনি। বং গাই হিসেবে পরিচিতি তার। তিনি নেট দুনিয়ায় মজাদার ভিডিও পোস্ট করে আয় করেন লাখ লাখ টাকা।.কিন্তু সেই টাকা কার অ্যাকাউন্টে যায়? জানলে অবাক হবেন।
সোশ্যাল মিডিয়ায় রিল, বিভিন্ন কনটেন্টের ভিডিও পোস্ট করে অনেকেই কম-বেশি আয় করছেন। তবে কেউ কাজের পাশাপাশি এই কাজ করছেন আবার অনেকে রোজগারের পথ হিসেবে এই কাজটিকেই খুঁজে নিয়েছেন। তার অন্যতম উদাহরণ বং গাই কিরণ দত্ত (Kiran Dutta)। কারণ তিনি এই সোশ্যাল মিডিয়ায় ছাড়া আর কোনো কাজই করেন না। তবে এই কাজ থেকেই তার আয় লাখ লাখ টাকা। যা তিনি জানিয়েছেন ‘দিদি নাম্বার ১’-এর মঞ্চে।
আরও পড়ুন ? Dhruv Rathee: দেশ হিলিয়ে দিয়েছেন ধ্রুব রাঠি! জানেন প্রতি মাসে কত টাকা কামান এই ইউটিউবার
জি বাংলায় অনুষ্ঠিত রচনা ব্যানার্জি পরিচালিত ‘দিদি নাম্বার ১’-এর মঞ্চে মাকে নিয়ে এসেছিলেন কিরণ দত্ত। আর সেখানেই তিনি জানান হঠাৎ করেই একদিন দেখেন তার ভিডিওর ভিউ ২ লক্ষ ছাপিয়ে গিয়েছে। তখন থেকেই তার আগ্রহ বাড়ে সোশ্যাল মিডিয়ায়। কাজ করার প্রথম উপার্জন হিসেবে তার হাতে আসে ৭ হাজার টাকা। কিন্তু তখন তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। অপরদিকে ছেলের এই রোজগার দেখে খুশি হন কিরণের মা। তখন তার মা নিজেই বলেন যে কিরণের এই অনলাইন চ্যানেলের সাথে তার অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে। যা এখনও পর্যন্ত তার মায়ের অ্যাকাউন্টের সাথেই লিংক আছে। তাই পূর্ব থেকে এখনো পর্যন্ত কিরণের সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করা লাখ লাখ টাকা ঢোকে কিরণের মায়ের অ্যাকাউন্টে।
তবে সোশ্যাল মিডিয়ায় কাজ করার কথা কখনোই ভাবেননি বং গাই কিরণ দত্ত। যা তিনি ‘দিদি নাম্বার ১’-এ এসে জানিয়েছেন। তার পরিবারের ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে মন দেবে। কিন্তু ছেলের মন যায় সোশ্যাল মিডিয়ার ভিডিও কনটেন্টের দিকে। যাতে প্রথমদিকে বেশ আপত্তি ছিল কিরণের মায়ের। তবে পরবর্তীতে ছেলেকে ইউটিউব চ্যানেল থেকে আয় করতে দেখে দৃষ্টিভঙ্গি বদলায় কিরণের (Kiran Dutta) মায়ের। প্রথমদিকে ছেলের সাথে দ্বন্দ্ব হলেও বর্তমানে ছেলের সাফল্যে গর্বিত হয়ে ছেলের পিছনে ফুল সাপোর্ট রয়েছে কিরণের মায়ের। যে রোজগার থেকে বর্তমানে বাড়ি-গাড়ি নিজের মতো করে সাজিয়েছেন বং গাই কিরণ দত্ত।