আরও একটি ব্যাঙ্কে অর্থ সংকট, ২৫০০০-এর বেশি তোলা যাবেনা টাকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের আরও একটি ব্যাঙ্ক অর্থ সংকটের সম্মুখীন। আর ওই ব্যাঙ্ককে অর্থ সংকট থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা তোলা যাবে না বলে। ওই ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী এক মাস।

Advertisements

Advertisements

Yes Bank-এর পর নতুন করে অর্থ সংকটের সম্মুখীন তামিলনাড়ুর লক্ষীবিলাস ব্যাঙ্ক (Lakshmi Vilas Bank)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে এই ব্যাঙ্কের জন্য এক মাসের মোরাটোরিয়াম জারি করা হলো। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে এই ব্যাঙ্কের গ্রাহকরা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ২৫০০০ টাকার বেশি অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না।

Advertisements

এই লক্ষীবিলাস ব্যাঙ্ক তামিলনাড়ু ভিত্তিক হলেও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি শাখা রয়েছে। শাখা থাকার পাশাপাশি গ্রাহক সংখ্যা কম নয়। যার ফলে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই নির্দেশিকা জারি করার পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে এই ব্যাঙ্কটি গত তিন বছর ধরে লোকসানের সম্মুখীন হচ্ছিল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “এই প্রতিষ্ঠানটি আমানতকারীদের স্বার্থ, ব্যাঙ্কিং এবং আর্থিক স্থিতিশীলতার স্বার্থে কোন বিশ্বাসযোগ্য পুনর্জীবন পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। যে কারণে ব্যাঙ্কিং রেগুলেশনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী মোরাটোরিয়াম জারি করার জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের আবেদন অনুযায়ী কেন্দ্র সরকার এই ব্যাংকের উপর এক মাসের জন্য মোরাটোরিয়াম জারি করলো। এ ছাড়া কোন বিকল্প নেই।”

তবে গ্রাহকদের স্বস্তির খবর এটাই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, কোন গ্রাহক চিকিৎসা, বিবাহ অথবা উচ্চশিক্ষার স্বার্থে খরচের জন্য বিশেষ অনুমতিক্রমে ২৫ হাজার টাকার বেশি তুলতে পারবেন।

Advertisements