নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ভোটের আগে রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য মাসে মাসে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীকালে নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্প।
এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই কোটির কাছাকাছি মহিলারা টাকা পাচ্ছেন। সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন মাসে মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন মাসে মাসে ১০০০ টাকা। তবে আবার অনেকেই এখনো এই টাকা পাননি। টাকা না পাওয়ার কারণে তারা চিন্তায় রয়েছেন। আর এই চিন্তা দূর করতে রাজ্য সরকার সম্প্রতি জানিয়ে দিলো, যাদের টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন।
অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেছে অথচ যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে নি তাদের টাকা আগামী নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যেই ঢুকে যাবে বলে জানাচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, কিছু সমস্যা থাকার কারণে কেউ কেউ টাকা পাননি। তবে সেই টাকা আগামী নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে ঢুকে যাবে।
এর পরিপ্রেক্ষিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, “কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে এই টাকা ঢোকেনি। সেই সকল উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং ভুল সংশোধনের জন্য নতুন নথি নেওয়া হবে। এই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ১৫ নভেম্বরের মধ্যেই টাকা ঢুকে যাবে। এছাড়াও যে সকল জায়গায় উপনির্বাচন থাকার কারণে টাকা দেওয়া সম্ভব হয়নি তারাও ১৫ নভেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাবেন।”
মুখ্যসচিবের তরফ থেকে এই বার্তা দেওয়ার পরেই সেই সকল উপভোক্তারা একপ্রকার নিশ্চিত হয়েছেন তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar) টাকা আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে পেতে চলেছেন।