Lakshmir Bhandar Money Status Check: মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিয়েছে সরকার, পেলেন কিনা দেখে নিন এইভাবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে আগে যারা ৫০০ টাকা পেতেন তাদের ১০০০ টাকা এবং যারা ১০০০ টাকা পেতেন তাদের ১২০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বর্ধিত সেই টাকা দেওয়া শুরুও হয়ে গিয়েছে।

Advertisements

এপ্রিল মাস থেকে নতুন হারে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে যে সকল উপভোক্তাদের কোনরকম কেওয়াইসি সংক্রান্ত সমস্যা নেই তারা অনায়াসেই নিজেদের প্রাপ্য টাকা পাচ্ছেন। এপ্রিল মাসের পর মে মাসের ১ তারিখ থেকেও টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী ১০ মে’র মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে রাজ্যের ২ কোটি ১১ লক্ষ মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি কোন পরিবারের যদি একাধিক মহিলা থাকেন এবং তাদের বয়স ২৫ থেকে ৬০ বছর হয় তাহলেও তারা সুবিধা পাবেন। তবে অনেক ক্ষেত্রেই অ্যাকাউন্টে ঠিকঠাক টাকা ঢুকলো কিনা তা নিয়ে উপভোক্তাদের মধ্যে সংশয় দেখা যায়। এর জন্য তাদের আবার কখনো কখনো ছুটে যেতে দেখা যায় ব্যাঙ্কে।

Advertisements

আরও পড়ুন ? Halt Station Train Ticket: হল্ট স্টেশনে ট্রেনের টিকিট নিয়ে চিন্তার দিন শেষ! এবার নয়া বন্দোবস্ত রেলের

তবে রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় সঠিক সময়ে উপভোক্তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন কিনা তা দেখার জন্য ব্যাংকের দোরগোড়ায় ছুটে যাওয়ার দরকার নেই। কেননা এবার রাজ্য সরকারের তরফ থেকে এই সংক্রান্ত স্ট্যাটাস চেক (Lakshmir Bhandar Money Status Check) করার জন্য নতুন এক ব্যবস্থা এনেছে। যে ব্যবস্থার মধ্য দিয়ে উপভোক্তারা বাড়িতে বসেই দেখে নিতে পারবেন তাদের অ্যাকাউন্টে টাকা এলো কিনা।

এর জন্য উপভোক্তাদের https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা Track Applicant Status অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, স্বাস্থ্য সাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর দিতে হবে এবং তার ঠিক নিচে থাকা ক্যাপচা কোড দিতে হবে। সবকিছু ঠিকঠাক দিয়ে সার্চ করলেই অন্য একটি পেজে পৌঁছে যাবেন এবং সেখানে নাম নথিভুক্ত থাকা উপভোক্তারা Payment Status নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে অর্থবর্ষ বেছে নিলেই দেখিয়ে দেবে কোন কোন মাসে আপনার টাকা ঢুকেছে আর কোন কোন মাসে ঢোকেনি।

Advertisements