নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে প্রত্যাবর্তনের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম একটি প্রকল্প (Government Scheme) চালু করেছিলেন। যে প্রকল্প রাজ্যে সুপার-ডুপার হিট হয় এবং বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্পের জন্যই তৃণমূল পুনরায় প্রত্যাবর্তন করে। রাজ্যের জনপ্রিয় এই প্রকল্পটির নাম হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar)।
এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, তৃণমূল প্রত্যাবর্তন করলেই রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হবে হাত খরচের জন্য। সেই অনুযায়ী রাজ্য সরকার তড়িঘড়ি চালু করে এই প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া শুরু হয়।
কিন্তু সরকারি প্রকল্পের এই টাকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় নানান ধরনের অভিযোগ উঠে আসছে। সেই সকল অভিযোগ যাতে মিটিয়ে ফেলা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময় এই প্রকল্পের টাকা প্রদানের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। ঠিক সেই রকমই এবার একটি নিয়ম জারি করা হলো আর সেই নিয়ম না মানলে আর টাকা মিলবে না।
নিয়মে যে সকল বিষয়গুলি নথিভুক্ত করা হচ্ছে এবং যেগুলি এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে একপ্রকার বাধ্যতামূলক হতে চলেছে সেগুলি হল, উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে, ওই অ্যাকাউন্ট একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে। এর পাশাপাশি আরও কিছু নিয়ম যুক্ত করা হতে পারে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে সরকারের তরফ থেকে যে সকল নিয়ম জানানো হয়েছে তা হল এই প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য উপভোক্তা যাতে অন্য কোন সরকারি প্রকল্প যেমন বিধবা ভাতা ইত্যাদির সঙ্গে যুক্ত না থাকেন। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের বাধ্যতামূলকভাবে কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে ১০০০ টাকার সুবিধা নেওয়ার জন্য।