নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের মহিলাদের নগদ টাকা দেওয়া হয়, যে কারণে রাজ্য সরকারের এই প্রকল্পের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্নই হবে না। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত ধরে আসতে পারে এই সুখবর।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে রাজ্যের মানুষরা জানেন না এমন নয়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের ৬০ বছর বয়স হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে তা বার্ধক্য ভাতায় পরিণত হয়। যে কারণে এই প্রকল্পে নাম থাকা মহিলাদের নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হয় না।
এসবের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বড় খবর আসতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এর পাশাপাশি সুখবর আসতে পারে রূপশ্রী সহ মহিলাদের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পেও। মূলত নারী ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সুখবর আসতে পারে বলে জল্পনা তৈরি হচ্ছে। এমন জল্পনা তৈরি হয়েছে সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে।
আরও পড়ুন ? Lakshmir Bhandar: বাপ বাপ বলে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! শুধু করতে হবে একটি কাজ
লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার যে অন্তবর্তী বাজেট পেশ করে সেই বাজেটে নারীদের ক্ষমতায়নে ‘লাখপতি দিদি’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে। কেন্দ্র সরকারের এমন ঘোষণার পর দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাদের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটতে দেখা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা হিসাবে রাজ্য সরকারের তরফ থেকেও বড় ঘোষণা করা হতে পারে লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প নিয়ে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী সহ মহিলাদের জন্য যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্প নিয়ে ৮ ফেব্রুয়ারি বড় ঘোষণা হতে পারে মনে করা হচ্ছে কারণ ওই দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাজেট পেশ করবে। এই বাজেট পেশের দিনেই ‘লাখপতি দিদি’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মহিলাদের জন্য চালু করা প্রকল্পগুলি। বিশেষজ্ঞরা এমনটা মনে করার পাশাপাশি অনেকে আবার মনে করছেন, কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে নতুন কোন প্রকল্পের ঘোষণাও করতে পারে রাজ্য সরকার।