বাইক আরোহীদের অহেতুক হেনস্থা করতে পারবে না সিভিক ভলেন্টিয়ার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাইক নিয়ে রাস্তায় যাচ্ছেন। সমস্ত কাগজপত্র ঠিক আছে, এমনকি কোন নিয়ম ভাঙ্গেন নি। তা সত্ত্বেও নাকা চেকিংয়ের পাল্লায় পড়ে অনেক সময় সময় নষ্ট হয়। তবে সুরক্ষার জন্য পুলিশ যেকোনো জায়গায় এই নাকা চেকিং করতে পারে। কিন্তু কাগজপত্র দেখা নিয়ে অহেতুক হেনস্থা করতে পারবে না কোন সিভিক ভলেন্টিয়ার অথবা কাগজপত্র দেখার অনুমোদন নেই এমন কোন পুলিশ।

Advertisements

সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে, লালবাজারের তরফ থেকে ট্রাফিক গার্ড ওসি এবং এওসিদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘যে পুলিশকর্মীদের নথিপত্র পরীক্ষার অনুমোদন নেই, তাঁদের সেই সব দায়িত্ব দেওয়া যাবে না।’ মূলত সিভিক ভলেন্টিয়ারদের একাংশের বাড়বাড়ন্তের কারণেই এমন নির্দেশিকা জারি করেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

বহু বাইক আরোহী অভিযোগ করে থাকেন, অহেতুক সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডদের একাংশ বাইক আরোহীদের অহেতুক হেনস্থা করে থাকে। এ নিয়ে বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তর্ক বিতর্ক। অথচ এই সকল কর্মীদের গাড়ির কাগজপত্র বা অন্য কোনো নথি খতিয়ে দেখার কোনো অনুমোদন নেই। যার পরিপ্রেক্ষিতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার।

Advertisements

এই বিষয়ে জানানো হয়েছে, কেবলমাত্র সাব-ইন্সপেক্টর অথবা সার্জেন্টরা বাইক আরোহী অথবা যেকোনো গাড়ির নথিপত্র পরীক্ষা করতে পারবেন। এর বাইরে অন্য কোন কর্মীদের দ্বারা এমন কাজ করানো হলে শোকজ করা হবে।

সুতরাং নিয়ম অনুসারে এমন কোনো ক্ষেত্রে কোন বাইক আরোহী অথবা গাড়ির চালক এমন হেনস্তার সম্মুখীন হলে বিষয়টি সঙ্গে সঙ্গে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

Advertisements