Land Rover Discovery Sport: টাটাদের নতুন গাড়ি, চোখ ধাঁধানো ডিজাইন, শক্তি নিয়ে কোনো কথা হবে না!

Tata’s new car Land Rover Discovery Sport has been launched with an eye-catching design: বিশ্ব বাণিজ্যিক মহলে বিভিন্ন ক্ষেত্রে টাটা গ্রুপের নাম আজ উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করছে। বিভিন্ন ক্ষেত্রের মধ্যে গাড়ির ক্ষেত্রে কিন্তু টাটা গ্রুপ পিছিয়ে নেই। ভারত-সহ বিশ্ব বাজারে টাটা মোটরস এর মালিকাধীন জাগুয়ার ল্যান্ড রোভার বেশ জনপ্রিয় একটি নাম যা সব থেকে বেশি পরিচিত তার মজবুত গাড়ির জন্য। সম্প্রতি ভারতীয় বাজারে এমন একটি চমক প্রদর্শন করেছে টাটা গ্রুপ (Land Rover Discovery Sport)। কি সেই চমক, আসুন জানতে গেলে চট করে পড়ে ফেলি আজকের প্রতিবেদনটি।

ভারতের গাড়ির বাজার বিভিন্ন গাড়ি সংস্থাগুলোর জন্য যথেষ্ট লাভজনক কারণ এখানে গাড়ির চাহিদা প্রচুর। টাটা মোটরস সম্প্রতি লঞ্চ করল SUV ল্যান্ড ডিসকভারি স্পোর্ট-এর নতুন এডিশন (Land Rover Discovery Sport)। অত্যাধুনিক ফিচারসম্পন্ন নামকরা এই গাড়ি ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্ট, নতুন ইন্টিরিয়র ও এক্সটিরিয়র আপডেট-সহ লঞ্চ করা হয়েছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা SUV। গাড়ি প্রেমিকদের তো সোনায় সোহাগা!

কি কি নতুন ফিচারস পাওয়া যাবে এই গাড়িতে (Land Rover Discovery Sport) চলুন এই প্রতিবেদনের মাধ্যমে সেটাও জেনে নেওয়া যাক। নয়া এই গাড়িতে পাওয়া যাবে LED হেডল্যাম্প, গ্লসি ফিনিশের কালো রংয়ের ফ্রন্ট গ্রিল এবং নতুন ২১ ইঞ্চি অ্যালয় হুইল। এছাড়াও আছে প্রচুর অত্যাধুনিক ফিচারস যা সত্যিই অভাবনীয়। গ্রাহকরা পেয়ে যাবেন ১১.৪ ইঞ্চি PiVi Pro ইনফোটেনমেন্ট সিস্টেম, সাথে থাকবে মোবাইল কানেক্টিভিটি, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নতুন গিয়ার সিলেক্টর, ক্লাইমেট কন্ট্রোল, 3D কন্ট্রোল, ক্লিয়ার সাইট গ্রাউন্ড ভিউ এবং রিয়ার ভিউ ক্যামেরা। এমন কিছু মানুষ আছেন যাদের একটু বেশি শক্তি ও টর্ক পছন্দ এবং তারা প্ফ-রোডিং করতে ভালবাসেন তারা অবশ্যই এই গাড়ির পেট্রোল ইঞ্জিন কিনুন। আবার ডিজেল ইঞ্জিনে গাড়ির টর্ক একটু বেশি থাকে। ২৪৫টি ঘোড়ার সমান শক্তি তৈরি করতে পারে এই ল্যান্ড রোভার।

আরও পড়ুন 👉 Adani Group: ইলেকট্রিক গাড়ি চার্জ করার চিন্তা দূর! কয়েকশ চার্জিং স্টেশন গড়তে চলেছে রাজ্য

নতুন গাড়ি প্রসঙ্গে কি বলেছেন জাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজন আম্বা? নতুন ডিসকভারি স্পোর্ট (Land Rover Discovery Sport) ডিজাইনের দিক থেকে কিন্তু একেবারে অনন্য। বহু মানুষ আছেন যারা বিলাসবহুল গাড়িতে ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়ি এক্কেবারে পারফেক্ট। গাড়িটি হল বৈশিষ্ট্যপূর্ণ, আধুনিক এবং কম্প্যাক্ট SUV অর্থাৎ প্রত্যেকটা যাত্রীকে আরামদায়ক এবং সুরক্ষিত যাত্রা দিতে এই গাড়ির জুড়ি মেলা ভার।

টাটা মোটরসের এই গাড়িতে সবসময় কিন্তু ভাবা হয় যাত্রী সুবিধার কথা। সেইজন্যই রাখা হয়েছে এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস ফোন চার্জিং, USB টাইপ-সি চার্জার, ১২ ভোল্ট পাওয়ার সকেট, প্যানারোমিক সানরুফ, রিয়ার ক্যামেরা স্ক্রিন আরো বহু অত্যাধুনিক প্রযুক্তি। গাড়িতে যাত্রা করতে পারবেন সাত জন যাত্রী এবং এতে মিলবে অঢেল বুট স্পেস। ইঞ্জিনের ক্ষেত্রে এই গাড়িতে আপনি পাবেন দুটি বিকল্প। ২ লিটার পেট্রল ইঞ্জিন এটা উৎপন্ন করতে পারবে সর্বোচ্চ ২৪৫ হর্সপাওয়ার শক্তি এবং ৩৬৫ এনএম টর্ক। ওদিকে ২ লিটার ডিজেল ইঞ্জিন সর্বাধিক শক্তি উৎপন্ন করতে পারে ২০১ হর্সপাওয়ার এবং ৪৩০ এনএম টর্ক। টাটার এই গাড়িতে পাওয়া যাবে অটোমেটিক গিয়ারবক্স আসলে এটি গাড়ির চাকা গুলোতো শক্তি সরবরাহ করতে সাহায্য করে। ভারতীয় বাজারে SUV গাড়ি সাধারণত লাক্সারি কার হিসাবে পরিচিত। টাটার নতুন লঞ্চ করা এই গাড়ির দাম রাখা হয়েছে ৬৭.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িতে নতুন ভার্সাইন ব্লু কালার যোগ করেছে জাগুয়ার ল্যান্ড রোভার।